Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের ছুটিতে ১৬ দিন বন্ধ থাকবে ইবির হল

ইবি করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৪ ১৬:৩৪

ইবি: ঈদুল ফিতরের ছুটিতে ১৬ দিন বন্ধ থাকবে ইসলামী বিশ্বদ্যিালয়ের (ইবি) আবাসিক হলগুলো। ইতোমধ্যে হলগুলো বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছুটি শেষে আগামী ১৯ এপ্রিল সকাল ১০টায় হলগুলো খুলে দেওয়া হবে।

শনিবার (৩০ মার্চ) প্রভোস্ট কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আগামী ৪ এপ্রিল সব হল বন্ধ হয়ে যাবে, তবে বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো ৬ এপ্রিল বন্ধ হবে। এই ছুটি শেষ হবে ১৭ এপ্রিল। ছুটি শেষে আগামী ১৯ এপ্রিল (শুক্রবার) সকাল ১০টায় হলসমূহ খুলে দেওয়া হবে। এর আগে গত ১১ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়।

আবাসিক শিক্ষার্থীরা বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছুটি শুরুর পরে এবং শেষ হওয়ার আগেই হল খুলে দেওয়া হয়। আর আমাদের হয় উল্টো। সব ছুটিতে হল দীর্ঘদিন ধরে বন্ধ থাকে। এতে পড়াশোনা প্রায় শেষের দিকে থাকা চাকরিপ্রার্থী শিক্ষার্থীরা বিপাকে পড়ে। অনেকেই হল বন্ধ থাকার কারণে পাশের মেসগুলোতে থাকেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচ এম আলী হাসান জানান, ১৭ তারিখ পর্যন্ত ছুটি থাকলেও পরবর্তী বৃহস্পতিবার ও শুক্রবার বিশ্ববিদ্যালয় সাপ্তাহিক ছুটি থাকে। তাই ২০ এপ্রিল থেকে পুরোদমে শুরু হবে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম। ছুটি শেষে ২০ এপ্রিল অফিস খোলার দিন দুপুর ১২টার মধ্যে সংশ্লিষ্ট বিভাগ ও অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিত ও অনুপস্থিতির প্রতিবেদন রেজিস্ট্রার অফিসে দিতে হবে।

সারাবাংলা/এনইউ

ইবি টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর