Friday 02 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কর্ণফুলীতে ট্রলারে আগুন, দগ্ধ আরও ১ জেলের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৪ ১২:৪৬ | আপডেট: ৩ এপ্রিল ২০২৪ ১৩:৪৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মাছ ধরার ট্রলারে আগুন লাগার ঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ  (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ আরও এক জেলের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে চমেক হাসপাতালে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে তার মৃত্যু হয়।

মৃত জামাল উদ্দিন (৫২) নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার শরীফপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি নগরীর কোতোয়ালী থানার আশরাফ আলী রোডে থাকতেন। আগুনে তার শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল।

এর আগে, রোববার (৩১ মার্চ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহ আলম (৩৬) নামে দগ্ধ এক জেলে মারা যান।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম হাসান সারাবাংলাকে জানান, মাছ ধরার ট্রলারে আগুন লাগার ঘটনায় দগ্ধ আরও এক জেলের মৃত্যু হয়েছে। আগুনে তার শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল। আরও চার জেলে চিকিৎসাধীন আছেন। এরমধ্যে একজনের অবস্থা আশংকাজনক।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট এলাকায় একটি মাছ ধরার ট্রলারে আগুন ধরে। এ ঘটনায় চার জেলে দগ্ধ এবং দুইজন সামান্য আহত হন। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।

শনিবার (৩০ মার্চ) সকালে ট্রলারে আগুন লাগার ঘটনায় নিখোঁজ আবদুল জলিল (৪০) নামে এক জেলের অর্ধগলিত মরদেহ কর্ণফুলী নদীর তীর থেকে উদ্ধার করে পুলিশ।

সারাবাংলা/আইসি/ইআ

চট্টগ্রাম চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর