Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাহরাইনের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৪ ১৬:১৯ | আপডেট: ৩ এপ্রিল ২০২৪ ১৬:২০

ঢাকা: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘করোনা মহামারির সময় সেবা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশি ও বাহরাইনের নাগরিকদের মধ্যে কোনো পার্থক্য করেননি সে দেশের বাদশাহ হামাদ বিন ইসা আল খরিফ।’

বুধবার (৩ এপ্রিল) সচিবালয়ে নিজ দফতরে ঢাকায় নিযুক্ত বাহরাইনের রাষ্ট্রদূত আব্দুর রহমান মোহাম্মদ আল গৌদের সঙ্গে বৈঠকের পর একথা বলেন মন্ত্রী। এসময় দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

মন্ত্রী বলেন, ‘বাহরাইনের সঙ্গে আমাদের অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক আছে। সবচেয়ে বড় সম্পর্ক হচ্ছে যে আমাদের ২ লাখের অধিক বাঙালি বাহরাইনে চাকরি করেন। আমার সঙ্গে আলাপ-আলোচনার সময় তিনি বলেছেন যে, কোভিডের সময় যখন ভ্যাকসিন দেওয়ার প্রচলন ছিল, তখন কিন্তু সেখানকার বাদশাহ একজন বাহারাইনির সঙ্গে একজন বাঙালির কোনো পার্থক্য করেননি। সেক্ষেত্রে বোঝা যায় যে বাহারাইনের সাথে বাংলাদেশের অত্যন্ত বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ একটা সম্পর্ক আছে।’

‘আমাদের বাণিজ্যিক, অর্থনৈতিক এবং সামাজিক সম্পর্ক আমরা এগিয়ে নিয়ে যাব বলেই আমরা আজকের আলাপ-আলোচনা’, যোগ করেন তিনি।

মন্ত্রী বলেন, ‘বাহরাইনের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। রাষ্ট্রদূত হিসেবে তিনি তার পরিচয়পত্র দিতে এসেছিলেন আজ। তিনি সরকারের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে বৈঠক করছেন। দুই দেশের মধ্যকার সম্পর্ক খুবই ভ্রাতৃত্বপূর্ণ। আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে কথা হয়েছে। আমাদের আলোচনা ছিল খুবই আন্তরিক। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে আমরা একমত হয়েছি।’

সারাবাংলা/জেআর/এমও

বাণিজ্য বাহরাইন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর