Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমিরকে বিশ্বকাপে ফেরাতে চান না রমিজ

স্পোর্টস ডেস্ক
৬ এপ্রিল ২০২৪ ১৪:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তান দলে ফিরলেন মোহাম্মদ আমির

অবসর ভেঙে আসন্ন টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের হয়ে খেলার ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি। মোহাম্মদ আমিরকে চতুর্থ পেসার হিসেবে পাকিস্তান দলে দেখা যেতে পারে, এমনটাই ধারণা করছিলেন অনেকেই। তবে পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা দিলেন ভিন্ন বার্তা। রমিজ বলছেন, আমিরকে কোনোভাবেই ক্ষমা করতে রাজি নন তিনি।

স্পট ফিক্সিংয়ের জন্য নিষিদ্ধ হয়েছিলেন আমির। নিষেধাজ্ঞা শেষে জাতীয় দলে ফিরলেও সেভাবে আলো ছড়াতে পারেননি। ২০২০ সালে জাতীয় দলকে বিদায় বলেছিলেন আমির। তবে চার বছর পর হঠাৎ জাতীয় দলে ফেরার কথা জানিয়েছেন তিনি। গত মাসে আমির জানিয়েছেন, অবসর ভেঙে টি-২০ বিশ্বকাপে ফিরতে ইচ্ছুক তিনি। দলে চতুর্থ পেসার হিসেবে বিশ্বকাপে ভূমিকা রাখার কথাও জানিয়েছিলেন তিনি।

বিজ্ঞাপন

তবে আমির জাতীয় দলে ফেরার ইচ্ছা পোষণ করলেও পিসিবি প্রধান রমিজ রাজা এমনটা হওয়ার সম্ভাবনা দেখছেন না, ‘আমার হিসেব খুবই সাদামাটা। আমিরের জন্য অনেকের সহানুভূতি থাকতে পারে। কিন্তু আমার চোখে তার দোষের কোনও ক্ষমা নেই। আমার নিজের ছেলেও যদি এমন অপরাধ করে তবুও তাকে ক্ষমা করতাম না।’

আমিরের স্পট ফিক্সিংয়ের জন্য পাকিস্তানকে চরমভাবে লজ্জিত হতে হয়েছিল বলেই মনে করিয়ে দিলেন রমিজ, ‘স্পট ফিক্সিংয়ের ওই সময়টায় আমি ধারাভাষ্য দিচ্ছিলাম। সবাই তাদের জন্য আমাদের ঘৃণা করছিল। আমরা যে সমালোচনা শুনেছি, সেটার জন্য ওই ক্রিকেটারদের কখনোই ক্ষমা করব না।’

শেষ পর্যন্ত আমির বিশ্বকাপে ফিরতে পারবেন কিনা, সেটা সময়ই বলে দেবে।

 

সারাবাংলা/এফএম

টি-২০ বিশ্বকাপ মোহাম্মদ আমির রমিজ রাজা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর