Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়

স্টাফ করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৪ ১৬:২১ | আপডেট: ৮ এপ্রিল ২০২৪ ১৭:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইল ছবি

ঢাকা: জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। ঈদের প্রধান জামাত অনুষ্ঠানের সকল আয়োজন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

সোমবার (৮ এপ্রিল) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে পাঠানো বিবৃতিতে এটি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, আবহাওয়া প্রতিকূল বা অন্য কোনো অনিবার্য কারণে এ জামাত অনুষ্ঠান সম্ভব না হলে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

ঈদ জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন ইমাম এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মুয়াজ্জিন ক্বারী মুহাম্মদ হাবিবুর রহমান ক্বারী হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন

আগামীকাল সকাল ১১টায় ঈদ জামাত আয়োজনের সার্বিক প্রস্তুতি সরেজমিন পরিদর্শন করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

জাতীয় ঈদগাহের ২৫ হাজার ৪০০ বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি ঈদের জামাত আদায় করবেন। এছাড়াও অনেক মুসল্লি মূল প্যান্ডেলের বাইরে ঈদের জামাত আদায় করে থাকেন।

সারাবাংলা/আরএফ/ইআ

ঈদ জামাত টপ নিউজ প্রধান জামাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর