‘প্রতিশোধ’ নিতে চাওয়া রিয়ালকেই ভয় গার্দিওলার
৯ এপ্রিল ২০২৪ ০৯:৩২
চ্যাম্পিয়নস লিগের গত মৌসুমে সেমিফাইনালে দেখা হয়েছিল দুই দলের। সেবার দুই লেগ মিলিয়ে রিয়াল মাদ্রিদকে ৫-১ গোলে বিধ্বস্ত করে ফাইনালে উঠেছিল ম্যানচেস্টার সিটি। এবার দুই জায়ান্টের দেখা হচ্ছে কোয়ার্টার ফাইনালেই। সান্তিয়াগো বার্নাব্যুতে আজ রাতে প্রথম লেগে মাঠে নামবে রিয়াল-সিটি। জমজমাট ম্যাচের আগে সিটি কোচ পেপ গার্দিওলা বলছেন, গতবারের হারের বদলা নিতে চাওয়া রিয়ালকে নিয়েই দুশ্চিন্তায় আছেন তিনি।
গতবার সেমির প্রথম লেগে রিয়ালের মাঠে ১-১ গোলে ড্র করেছিল সিটি। এরপর ঘরের মাঠে রিয়ালকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ৫-১ ব্যবধানে জিতেই ফাইনালে গিয়েছিল সিটিজেনরা। গার্দিওলা বলছেন, গতবারের বড় হারের বদলা নেওয়ার জন্যই মুখিয়ে থাকবে রিয়াল, ‘গতবার যে ফলাফল এসেছিল তেমনটা আবারো হওয়া খুবই কঠিন। পরপর দুইবার রিয়ালকে হারানো মোটামুটি অসম্ভব ব্যাপার। তারা নিশ্চয়ই পরাজয় থেকে শিক্ষা নিয়ে বদলা নিতে চাইবে। তারা এই টুর্নামেন্টের সবচেয়ে গর্বিত দল। আমরাও নিজেদের সেরাটা দিয়েই চেষ্টা করব।’
রিয়ালের বিপক্ষে ম্যাচের আগে ইনজুরি নিয়ে বেশ দুশ্চিন্তায় আছে সিটি শিবির। লিভারপুলের বিপক্ষে ১০ মার্চের ম্যাচে চোট পাওয়ার পর আর মাঠে নামেননি গোলরক্ষক এডারসন। রিয়ালের বিপক্ষেও তার খেলা অনিশ্চিত বলেই জানালেন গার্দিওলা, ‘এডারসনকে নিয়ে আমাদের ভাবতে হবে। সে এমনি সুস্থ বোধ করছে। তবে সে বেশ কয়েক সপ্তাহ মাঠে নামেনি। রিয়ালের বিপক্ষে নেমেই সে কতোটা ভালো করতে পারবে সেটা নিয়ে ভাবতে হবে। আমরা ওর্তেগার পারফরম্যান্স নিয়েও খুশি, সেও দারুণ খেলছে।’
আজ রাত ১ টায় চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগে মুখোমুখি হবে রিয়াল ও সিটি।
সারাবাংলা/এফএম