Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোজাম্বিকে ফেরিডুবি, নিহত বেড়ে ১০০ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক
৯ এপ্রিল ২০২৪ ১২:৩৭

আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশ মোজাম্বিকে ফেরি ডুবির ঘটনায় নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। এ ঘটনায় এখনও ২০ জন নিখোঁজ আছেন। এর আগে, ফেরি ডুবির ঘটনায় নিহতের সংখ্যা ৯০ জন বলে জানানো হয়েছিল।

মঙ্গলবার (৯ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আফ্রিকার এই দেশটিতে দেখা দেওয়া কলেরার প্রাদুর্ভাব থেকে বাঁচতে নিহতরা অন্য কোথাও পালিয়ে যাচ্ছিলেন।

মোজাম্বিকের উত্তর উপকূলে ফেরি বোট ডুবে ১০০ জনেরও বেশি মানুষ মারা গেছেন বলে দেশটির প্রেসিডেন্ট ফিলিপ ন্যুসি জানিয়েছেন। তিনি বলেছেন, এই ঘটনায় প্রায় ২০ জন এখনও নিখোঁজ আছেন।

আফ্রিকার এই দেশটির মেরিটাইম ট্রান্সপোর্ট ইনস্টিটিউটের (ইন্ট্রাসমার) একজন কর্মকর্তা বলেছেন, ১৩০ যাত্রী বহনকারী এই নৌযানটি আসলে একটি ওভারলোডেড ফিশিং বোট ছিল এবং এতে যাত্রী পরিবহনের লাইসেন্স ছিল না।

ইন্ট্রাসমারের প্রশাসক লোরেঙ্কো মাচাদো রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, গত রোববার এই ফেরিটি নামপুলা প্রদেশের লুঙ্গা থেকে মোজাম্বিক দ্বীপে লোকেদের নিয়ে যাচ্ছিল। প্রাথমিক প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, জোয়ারের ঢেউয়ে এটি ডুবে গেছে।

আরও পড়ুন: মোজাম্বিকে কলেরা থেকে বাঁচতে গিয়ে নৌকা ডুবে ৯১ জনের মৃত্যু

গত বছরের জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন দেশে কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। কলেরায় নামপুলা প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউনিসেফের মতে, বর্তমান প্রাদুর্ভাব ২৫ বছরের মধ্যে সবচেয়ে খারাপ।

সারাবাংলা/ইআ

টপ নিউজ মোজাম্বিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর