Tuesday 14 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভুল ট্রেনে উঠেছিলেন, নামতে গিয়ে কাটা পড়ে মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৪ ১৭:৪৩ | আপডেট: ১০ এপ্রিল ২০২৪ ২০:৩৮

যশোর: চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা ফসকে সেই ট্রেনেই কাটা পড়ে নিহত হয়েছেন জাবেদ আলী (৫৫) নামের এক দিনমজুর। তিনি ভুল ট্রেনে উঠে পড়েছিলেন।

বুধবার (১০ এপ্রিল) বেলা ৩টার দিকে যশোর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত জাবেদ আলী কুষ্টিয়া সদরের দহকুলা গ্রামের মুন্দির মণ্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও রেল পুলিশ সূত্রে জানা গেছে, দিনমজুর জাবেদ আলী কুষ্টিয়া যাওয়ার জন্য মহানন্দা এক্সপ্রেসে চড়তে চেয়েছিলেন। কিন্তু এর আগেই বেনাপোলগামী বেতনা ট্রেন স্টেশনে আসে। হয়তো দ্রুত এসে তিনি ট্রেন ধরেছিলেন। ওঠার পর বুঝতে পারেন এটি তার গন্তব্যের ট্রেন নয়। ততক্ষণে ট্রেন প্লাটফর্ম ছেড়ে দেয়। তখন তিনি রেলগেট এলাকায় চলন্ত ট্রেন থেকে লাফ দেন। এ সময় পা পিছলে ট্রেনের চাকার নিচে গেলে তার শরীর দ্বিখণ্ডিত হয়, এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।

পরে রেল পুলিশ তার কাছে থাকা জাতীয় পরিচয়পত্র পেয়ে তাকে জাবেদ আলী হিসেবে শনাক্ত করেন। পরবর্তী আইনি ব্যবস্থার জন্য তার মরদেহ রেল পুলিশ হেফাজতে নেয়।

সারাবাংলা/পিটিএম

কাঁটা টপ নিউজ ভুল ট্রেন