Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের সবচেয়ে বড় ঈদের জামাত দিনাজপুরে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২৪ ১৩:১৩

দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় দিনাজপুরে, ছবি: সারাবাংলা

দিনাজপুর: দিনাজপুর গোর-এ শহিদ বড় ময়দানে দেশের সবচেয়ে বড় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এই মাঠে একসঙ্গে ছয় লক্ষাধিক মুসল্লি ঈদের নামাজে অংশ নিয়েছেন। আয়োজকদের দাবি, দেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠই কেবল নয়, এটি উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মিনার।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৯টায় দেশের সবচেয়ে বড় এই ঈদ জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন শামসুল হক কাসেমী।

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এম ইনায়েতুর রহিম, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, জেলা প্রশাসক (ডিসি) শাকিল আহমেদ ও পুলিশ সুপার (এসপি) শাহ ইফতেখার আহমেদ এই ঈদ জামাতে অংশ নেন। এ ছাড়া প্রশাসন ও পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতা ও বিশিষ্টজনেরাও এই ঈদগাহে ঈদের নামাজ পড়েন।

দিনাজপুর সদর কেবল নয়, জেলার সব উপজেলা ও আশপাশের বিভিন্ন জেলা থেকেও মুসল্লিরা এই ঈদগাহে ঈদের জামাত আদায় করেন। তাদের যাতায়াতের সুবিধার জন্য দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থাও করা হয়।

নামাজ শেষে গোর-এ শহিদ বড় ময়দানের প্রধান উপদেষ্টা ইকবালুর রহিম বলেন, এই মাঠে একসঙ্গে ছয় লক্ষাধিক মুসল্লি জামাতে অংশ নিয়েছেন। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।

সারাবাংলা/এসআর/এনএস

ঈদুল ফিতর গোর-এ-শহীদ বড় ময়দান দিনাজপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর