Friday 02 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬ বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৪ ১২:৩০ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৪ ১৫:০৩

ফাইল ছবি

ঢাকা: রাজধানী ঢাকাসহ দেশের ছয় বিভাগের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ পরিস্থিতি আরও একদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফত। এই সময় দিনের তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা করছে সংস্থাটি। তবে দেশের কোথাও কোথাও তাপমাত্রা কমে গিয়ে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাসও রয়েছে।

শনিবার (১৩ এপ্রিল) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে অধিদফতর। সেখানে বলা হয়, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বিজ্ঞাপন

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, রোববার (১৪ এপ্রিল) বিরাজমান তাপ প্রবাহের পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।
সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এছাড়া আগামী সোমবার (১৫ এপ্রিল) বিরাজমান তাপপ্রবাহের পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ।

এদিকে আগামী পাঁচ দিনে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং দেশের উত্তর পূর্বাংশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে ওই পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

সারবাংলা/জেআর/এনএস

আবহাওয়ার পূর্বাভাস টপ নিউজ তাপপ্রবাহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর