Friday 11 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাধ্যমিকে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ করবে ইউনিসেফ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৪ ২৩:৪৫

ঢাকা: মাধ্যমিকে পর্যায়ে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ইউনিসেফ। পাশাপাশি নতুন কারিকুলাম প্রণয়নে ইউনিসেফ যে সহযোগিতা করছে তা অব্যাহত রাখবে বলে জানিয়েছে সংস্থাটি। টিচার্স ট্রেনিং দিতেও সহায়তা করবে তারা।

বুধবার (১৭ এপ্রিল) শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইউনিসেফ প্রতিনিধি শেলডন ইয়েট সৌজন্য সাক্ষাতের সময় এসব কথা বলেন।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউনিসেফের চিফ অফ এডুকেশন দীপা শংকর ও বাংলাদেশে নিযুক্ত ইউনিসেফের এডুকেশন ম্যানেজার ইকবাল হোসেন।

সারাবাংলা/জেআর/এমও

ইউনিসেফ মাধ্যমিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর