Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খোলা সয়াবিন তেলের দাম লিটারে ২ টাকা কমেছে, বোতলে বেড়েছে ৪ টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২৪ ১৪:৫৩ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৪ ১৬:৫৩

ঢাকা: খোলা সয়াবিন তেলের দাম লিটার প্রতি ২ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে বাড়ানো হয়েছে ৪ টাকা।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে সয়াবিন তেলের নতুন এই দাম ঘোষণা করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৪ টাকা বাড়ানো হয়েছে। সেখানে ১৬৩ টাকা লিটার সয়াবিন তেলের দাম বাড়িয়ে ১৬৭ টাকা করা হয়েছে। আর খোলা বাজারে সয়াবিন তেলের দাম লিটার প্রতি ২ টাকা কমানো হয়েছে। সেখানে প্রতি লিটার ১৪৯ টাকা থেকে কমিয়ে ১৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, ‘খুচরা বাজারে খোলা তেলের দাম লিটারে ১৪৯ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আর বোতলজাত সয়াবিন তেলের দাম ১৬৩ টাকা থেকে বাড়িয়ে ১৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া
পাঁচ লিটারের বোতল ৮০০ টাকা ছিল সেটা, ৮১৮ টাকা করা হয়েছে। পাম ওয়েল সর্বোচ্চ খুচরা মূল্য ১৩৫ টাকা করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) থেকে এ দাম কার্যকর হবে।’

তিনি বলেন, ‘ইতোমধ্যে সব মিলে নতুন দামের চিঠি চলে গেছে। আমরা চেয়েছি সিদ্ধান্তটা দ্রুত কার্যকর করতে। কারণ এর খারাপ প্রভাব যাতে বাজারে না পড়ে। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক বেশি চ্যালেঞ্জ নিতে হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে বাজারে পণ্যের সরবরাহ সচল রাখা হয়েছে। চলতি অর্থবছরে পণ্যের সরবরাহে কোনো কমতি হবে না। আমদানি-রফতানি যেখানে সমস্যা রয়েছে তা দূর করতে হবে।’

সয়াবিন তেলের দাম নিয়ে সচিবালয়ে ব্রিফিং করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। ছবি: সারাবাংলা

সয়াবিন তেলের দাম নিয়ে সচিবালয়ে ব্রিফিং করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। ছবি: সারাবাংলা

বাণিজ্য প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আন্তর্জাতিক বাজার স্থিতিশীল থাকলে তেলের বাজারে আর কোনো নেতিবাচক প্রভাব না পরবে না বলে আশা করি। দুই জায়গায় আমদানি পর্যায়ে ১৫ শতাংশ থেকে ১০ শতাংশ এবং ভোক্তা পর্যায় থেকে যে ভ্যাট মওকুফ ছিল, তা আবার আরোপিত হয়েছে। সে কারণে তেলের দাম বাড়াতে হয়েছে।’

এর আগে, গত সোমবার (১৫ এপ্রিল) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচার্স অ্যাসোসিয়েশিয়েশন লিটার প্রতি সয়াবিনের দাম ১০ টাকা বাড়িয়ে ১৭৩ টাকা করার প্রস্তাব করে ট্যারিফ কমিশন, বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচার্স অ্যাসোসিয়েশিয়েনের সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্ত ঘোষণা করেছে বাণিজ্য প্রতিমন্ত্রী।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘ট্যারিফ কমিশনের মাধ্যমে আমরা আন্তজার্তিক বাজার পর্যবেক্ষণ করি এবং পণ্যের নির্দেশক মূল্য কমিশনের মাধ্যমে অবহিত রাখা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে এনবিআর ভোক্তা পর্যায়ে ১৫ শতাংশ কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। একটা আমদানি ও আরেকটি ভোক্তা পর্যায়ে ছিল। আমরা প্রতিটি মিল যারা তেল প্রস্তুত করে। সময় নিয়ে বিষয়টি দেখার কথা ছিল তা সম্ভব হয়নি। বাজারে যাতে সরবরাহে ব্যাঘাত না ঘটে সেজন্য আমরা দ্রুত সিদ্ধান্ত নিয়েছে। এটি দ্রুত কার্যকর হবে। কারণ মিলগেট থেকে ডিউটি দিয়ে বের হতে হবে।’

খোলা তেলে দাম কমানো এবং বোতলে বাড়ানোর বিষয়ে তিনি বলেন, ‘কিছু টেকনিক্যাল কারণে খুচরা তেলের দাম কমানো সম্ভব হয়েছে। কিন্তু বোতলজাতে তা সম্ভব হয়নি।’

প্রসঙ্গত, তেলের বাড়ানোর উদ্দেশ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে লেখা চিঠিতে বলা হয়, আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, ভোজ্যতেলের কাঁচামাল আমদানি, উৎপাদন পর্যায়ে গত ৭ ফেব্রুয়ারি জারি করা এসআর’র মেয়াদ ১৫ এপ্রিল বিধায় আগামী ১৬ এপ্রিল থেকে বাজারে ভোজ্য তেল সরবরাহে ভ্যাট অব্যাহতি পূর্ববর্তী মূল্যে পণ্য সরবরাহ হবে।

সারাবাংলা/জেআর/এনএস

আহসানুল ইসলাম টিটু টপ নিউজ বাণিজ্য প্রতিমন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয় সয়াবিন তেল সয়াবিন তেলের দাম

বিজ্ঞাপন

ঢাকার বায়ুমানে অবনতি
১১ জুলাই ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর