Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্বশুর বাড়ি গিয়ে হরিণ শিকারের চেষ্টা, ফাঁদসহ আটক জামাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৪ ১২:০২

বাগেরহাট: সুন্দরবন থেকে হরিণ শিকারের ১৫০ ফুট ফাঁদসহ মো. জুয়েল নামের এক চোরা শিকারিকে আটক করেছেন বনবিভাগ। শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে হরিণ শিকারের চেষ্টাকালে আটক হন তিনি। এসময় আরও দুই চোরা শিকারি গহীন বনে পালিয়ে যান।

সুন্দরবন পূর্ব বিভাগের চরখালী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন। বৃহস্পতিবার (১৯ এপ্রিল) পূর্ব বনবিভাগ শরণখোলা রেঞ্জের বগি স্টেশনের চরখালী টহল ফাঁড়ি সংলগ্ন অভয়ারণ্য থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

আটক জুয়েল ঢাকার ডেমরা থানার মো. জালালের ছেলে। জেলার শরণখোলা উপজেলার তাফালবাড়ি এলাকায় শ্বশুর মো. মনো হাওলাদারের বাড়িতে এসে সুন্দরবনে হরিণ শিকার করতে গিয়ে আটক হয়েছেন জুয়েল।

সুন্দরবন পূর্ব বিভাগের চরখালী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিউর রহমান জানান, বৃহস্পতিবার ভোরে সুন্দরবনের অভ্যন্তরে নিয়মিত টহলকালে বগি স্টেশনের চরখালী টহল ফাঁড়ির কাছে অভয়ারণ্য থেকে ফাঁদ পেতে অপেক্ষা করছিলেন জুয়েল। এ সময় ১৫ ফুট ফাঁদসহ এই চোরা শিকারীকে আটক করা হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা অপর দুই চোরা শিকারি গহীন বনে পালিয়ে যান।

তিনি আরও জানান, পালিয়ে যাওয়াদেরও আটকের চেষ্টা চলছে। জুয়েলের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের পর গতকাল বৃহস্পতিবার বাগেরহাট আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠান।

সারাবাংলা/এনএস

বাগেরহাট

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর