Friday 23 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তুরাগ নদ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৪ ১৭:০৪

প্রতীকী ছবি

গাজীপুর: মহানগরীর টঙ্গীতে তুরাগ নদের পানি থেকে অজ্ঞাত (৩০) এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। শুক্রবার (১৯ এপ্রিল) সকাল এগারোটা দিকে টঙ্গীর তুরাগ নদের চুয়ারিটেক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার সকালে ওই এলাকায় তুরাগ নদের পানিতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা। পরে পুলিশে খবর পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে টঙ্গী নৌ-ফাঁড়িতে নিয়ে যায়। তার পরিচয় শনাক্ত করতে হাতের ছাপ সংগ্রহ করা হবে।

বিজ্ঞাপন

এ ঘটনায় সিআইডির একটি দলকে খবর পাঠানো হয়েছে। তার পরনে রয়েছে কালো রঙ্গের গেঞ্জি ও জিন্স পেন্ট। গত কয়েকদিন আগে হত্যার পর তাকে নদের পানিতে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ভারপ্রাপ্ত) উপ-পরিদর্শক আব্দুল মান্নান বলেন, ‘লাশের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হতে পারে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।’

সারাবাংলা/এমও

তুরাগ নদ লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর