Friday 02 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা বেশি, এটা এখন বড় উপদ্রব’

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৪ ১৪:৪১ | আপডেট: ২০ এপ্রিল ২০২৪ ১৭:০০

ঢাকা: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ইদানিংকালে সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা বেশি হচ্ছে। এটা এখন বড় উপদ্রব।

তিনি বলেন, সড়কের কারণে দুর্ঘটনা ঘটে এরকম কোনো দৃষ্টান্ত নেই। সড়ক এখন বাংলাদেশের সর্বকালের সবচেয়ে ভালো অবস্থায় রয়েছে। এখন এখানে সমন্বয়ের সমস্যা আছে। আর এখানে বিভিন্ন রকমের স্টেকহোল্ডার আছে। এদের সবার সমন্বয়টা জরুরি। আমরা এই নিয়ে সভা করেছি এবং সামনে উপদেষ্টা কাউন্সিলের বৈঠক আমরা করব।

বিজ্ঞাপন

শনিবার (২০ এপ্রিল) দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনার বিষয়টা আমাদের প্রতিবেশী দেশসহ পৃথিবীর অনেক দেশে। আজকে সৌদি আরব আমেরিকায় আমাদের চেয়েও বড় বড় দুর্ঘটনা ঘটে। সেটা নিয়ে সেখানে কোনো উচ্চবাচ্য হয় না। আমাদের প্রতিবেশী দেশ ভারতেও অসংখ্য হতাহতের ঘটনা। এটা আমাদের আকাঙ্ক্ষিত নয়। আমাদের এখানে কিছু সমস্যা আছে, সমন্বয়ের অভাব আছে। সেটা আমরা মনিটর করছি।

তিনি বলেন, আজকে রাস্তা ভালো হয়েছে। সেখানে (রাস্তার গতিসীমা) একটা স্পিড আছে। স্পিডটা সবাই যদি মেনে চলত তাহলে হয়তো এমনটি হতো না। আর ইদানিংকালে মোটরসাইকেল এক্সিডেন্টটা (দুর্ঘটনা) বেশি হচ্ছে। এটা এখন সড়কে বড় উপদ্রব।

ওবায়দুল কাদের বলেন, যে বিষয়গুলো আমাদের এখানে ঘাটতি আছে; সেগুলো পূরণ করার জন্য অলরেডি( ইতোমধ্যে) বিশ্বকাপের একটা রোড সেফটি প্রজেক্ট চলমান আছে। এই প্রজেক্টের কাজ শেষ হলে আমরা দুর্ঘটনা অনেক কমাতে পারব।

বিজ্ঞাপন

উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, উপজেলা নির্বাচন তো নির্বাচন। বর্তমান বা অতীত; সেটা তো ওইভাবে বলা হয়নি। বলা হয়েছে নিকটজনরা; এমপি মন্ত্রীদের স্বজনরা। তাদের নির্বাচন থেকে সরে দাঁড়াতে এবং যারা ভবিষ্যতে করতে চায় তাদেরকেও এই নির্বাচন প্রক্রিয়া থেকে দূরে থাকতে বলা হয়েছে। তাদের তালিকা তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং ক্রমান্নয়ে তালিকা প্রস্তুত হচ্ছে।

দলীয় নির্দেশনার পরও যারা এখনও প্রত্যাহার করেনি তাদের ব্যাপারে এক প্রশ্নের জবাব ওবায়দুল কাদের বলেন, প্রত্যাহারের তারিখ তো শেষ হোক। তার আগে কি করে বলব? প্রত্যাহারের তারিখ তো ২২ তারিখ।

ওবায়দুল কাদের বলেন, জনগণের দল হিসেবে বিএনপি তার গ্রহণযোগ্যতা হারিয়েছে, তারা জনগণের কাছে না গিয়ে বিদেশিদের কাছে গিয়ে দেশের বিরুদ্ধে নালিশ করছে। সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করে যাচ্ছে বিএনপি। সরকারের সাংবিধানিক ধারাবাহিকতার কারণেই অবৈধভাবে ক্ষমতা দখল কারও পক্ষে সম্ভব হয়নি। আওয়ামী লীগের ধারাবাহিক ক্ষমতার কারণে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দফতর সম্পাদক সায়েম খানসহ অন্যান্য নেতারা।

সারাবাংলা/এনআর/এনইউ

ওবায়দুল কাদের টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর