Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বার্সার তরুণদের নিয়েই চিন্তায় আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক
২১ এপ্রিল ২০২৪ ১১:৩৮

বার্সার বিপক্ষে জিতলেই লিগ শিরোপা এক রকম নিশ্চিত রিয়ালের

এই মৌসুমে বার্সেলোনার চেয়ে অনেকটাই এগিয়ে আছেন তারা। সবশেষ তিন দেখায় তিনবারই বার্সাকে হারিয়েছে কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ। এল ক্লাসিকোতে আজ রাতে ঘরের মাঠে কাতালানদের আতিথিয়তা দেবে রিয়াল। ম্যাচের আগে রিয়াল কোচ বলছেন, বার্সার তরুণ তুর্কিদের সামলানো নিয়েই চিন্তায় আছেন তিনি।

আরও পড়ুন- উড়তে থাকা রিয়ালকে ধরাশায়ী করবে বার্সা? 

মৌসুমজুড়ে বার্সার হয়ে আলো ছড়িয়েছেন ফেলিক্স, কুবারসিরা। সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন ১৬ বছর বয়সী লামিল জামাল। চ্যাম্পিয়নস লিগ, লা লিগায় তাদের নৈপুণ্যেই অনেকদূর গিয়েছে বার্সা। পিএসজির কাছে বাজেভাবে হেরে যদিও চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়েছে বার্সা। লিগেও রিয়ালের চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে আছে তারা।

বার্সার চেয়ে অনেকটা এগিয়ে থাকলেও জামাল-ফেলিক্সদের হালকাভাবে নিতে নারাজ আনচেলত্তি, ‘তারা অল্প বয়সে যা করছে সেটা সত্যিই প্রশংসার যোগ্য। তাদের সামলানো সহজ হবে না। দলে অভিজ্ঞ ও তরুণদের মিশ্রণ রাখাটা জরুরি। এটা আমরাও করেছি। এটা যেকোনো দলের জন্যই ভালো ফলাফল বয়ে আনবে।’

লিগের বাকি আর ৭ ম্যাচ। ৮ পয়েন্ট এগিয়ে থাকা রিয়াল আজ জিতলেই অনেকটাই শিরোপা নিশ্চিত করবে। আনচেলত্তি বলছেন, শেষটা ভালো করেই শিরোপা উঁচিয়ে ধরতে চায় রিয়াল, ‘আমরা শিরোপার খুব কাছে চলে এসেছি। বার্সা শক্ত প্রতিপক্ষ। ক্লাসিকোতে দারুণ একটা ম্যাচ হবে। শিরোপা জয়ের দ্বারপ্রান্তে আছি আমরা। এখন শুধু শেষটা ভালো হতে হবে।’

রিয়াল কি পারবে বার্সাকে হারিয়ে ১১ পয়েন্টের লিড নিয়ে আরেকটি লা লিগার পথে এগিয়ে যেতে?

সারাবাংলা/এফএম

আনচেলত্তি এল ক্লাসিকো বার্সেলোনা রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর