Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাপপ্রবাহে জরুরি রোগী ছাড়া হাসপাতালে ভর্তি না করার নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৪ ১৬:০৩ | আপডেট: ২১ এপ্রিল ২০২৪ ১৬:০৪

ঢাকা: তীব্র তাপপ্রবাহে পুড়ছে দেশ। গরমে বিভিন্ন ধরনের পানিবাহিত রোগও দেখা দিয়েছে। তীব্র তাপপ্রবাহের মধ্যে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় সারাদেশের হাসপাতালগুলোকে প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন।

রোববার (২১ এপ্রিল) সচিবালয়ে এক জরুরি সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। সেখানে মন্ত্রী তাপপ্রবাহের কারণে কোল্ড কেস অর্থাৎ যাদের তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া জরুরি নয়, সেসব রোগীদের এই মুহূর্তে হাসপাতালে ভর্তি না করার পরামর্শ দেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এই গরমে সবচেয়ে ঝুঁকিতে শিশু ও বৃদ্ধরা। হাসপাতালের পরিচালক ও সিভিল সার্জেনের সঙ্গে আমি বৈঠক করেছি। আমার কয়েকটা নির্দেশনা ছিলো এর মধ্যে বয়স্ক ও শিশুদের প্রয়োজন ছাড়া যেন বাসার বাইরে না যায়। হাসপাতালগুলোতে কোনো কোল্ড কেস এখন ভর্তিতে না করেছি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘এসব রোগীদের ক্ষেত্রে অবস্থা দেখে ব্যবস্থা গ্রহণ করতে বলেছি। হাসপাতাল ফাঁকা রাখতে বলেছি, এই জন্য যদি গরমজনিত কারণে বেশি রোগী আসে তাহলে যেন সহজে চিকিৎসা সেবা দেওয়া যায়।’

দেশজুড়ে চলমান তাপপ্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ‘পরিস্থিতি বুঝে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হবে। কারণ আমরা বাচ্চাদের ঝুঁকির মধ্যে ফেলবো না।’

এরইমধ্যে ঈদের ছুটির পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার একদিন আগে থেকে চলমান তাপদাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় আগামী ২১ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সাতদিন দেশের সব স্কুল-কলেজ-মাদরাসা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মে মাসে আরও তাপমাত্রা আরও বাড়তে পারে, তাহলে ছুটি কি বাড়ানো হবে, এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘পরিস্থিতি বুঝে যদি আমরা মনে করি, ডেফিনেন্টলি আমরা ছুটি বাড়াবো। বাচ্চাদের ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া যাবে না।’

সারাবাংলা/জেআর/এমও

জরুরি রোগী তাপপ্রবাহ

বিজ্ঞাপন

সবজির বাজার চড়া
৪ জুলাই ২০২৫ ১৬:৩০

আরো

সম্পর্কিত খবর