Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানকে বিশ্বকাপ জেতাতে চান আমির

স্পোর্টস ডেস্ক
২১ এপ্রিল ২০২৪ ১৯:০৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা পাকিস্তানের

অবসর ভেঙে পাকিস্তানের হয়ে টি-২০ বিশ্বকাপ খেলার ইচ্ছা পোষণ করেছিলেন মাস দুয়েক আগে। পাকিস্তানের নির্বাচকরা সেই ডাকে সাড়া দিয়ে স্কোয়াডে ফিরিয়েছেন তাকে। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টি-২০ সিরিজে ৪ বছর পর জাতীয় দলের হয়ে মাঠে নেমেই আলো ছড়িয়েছেন মোহাম্মদ আমির। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারানোর পর পাকিস্তান পেসার আমির বলছেন, আসন্ন টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের শিরোপা না পাওয়ার কোন কারণই দেখছেন না তিনি। দলের হয়ে তাই বিশ্বকাপ জেতার স্বপ্নও দেখছেন তিনি।

৪ বছর পর জাতীয় দলে ফিরে নিজের প্রথম ওভারেই দুই উইকেট নিয়েছেন আমির। তার দুর্দান্ত বোলিংয়ের সুবাদে কিউইদের অনায়াসেই হারিয়েছে পাকিস্তান। ম্যাচ শেষে আমির বলছেন, দলের সবাই যে ফর্মে আছে সেটায় বিশ্বকাপ জেতা কঠিন হবে না, ‘পাকিস্তানের এই দলটার বিশ্বকাপ না জেতার কোন কারণই নেই। বিশ্বকাপে আমার লক্ষ্য ভালো পারফর্ম করা। দলের সব সিনিয়র ক্রিকেটাররা ভালো একটা পরিবেশ তৈরি করেছে। এটা একটা দলের সাফল্যের জন্য অনেক গুরুত্বপূর্ণ।’

বিজ্ঞাপন

দলের প্রয়োজনে যেভাবেই হোক কাজে লাগতে চান আমির, ‘দলের জন্য আমি সবকিছু করতে রাজি। নাসিম দারুণ বোলিং করছে। শাহিনও দুর্দান্ত ফর্মে আছে। আমি তাদের সাথে জুটি গড়ে ভালো কিছু করতে চাই। আমি যথেষ্ট ফিট আছি। ফিটনেস নিয়ে প্রতিনিয়তই কাজ করে যাচ্ছি। আশা করছি বিশ্বকাপে পুরোপুরি ফিট থেকেই মাঠে নামব।’

আগামী ৬ জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ডালাসের যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে পাকিস্তান।

সারাবাংলা/এফএম

টি-২০ বিশ্বকাপ পাকিস্তান মোহাম্মদ আমির

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর