Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লড়াই করেই শিরোপা দৌড়ে টিকে থাকতে চান ক্লপ

স্পোর্টস ডেস্ক
২২ এপ্রিল ২০২৪ ০৯:৫৮

ফুলহ্যামকে হারিয়ে শিরোপা দৌড়ে টিকে রয়েছে লিভারপুল

প্রিমিয়ার লিগ ছাড়া বাকি সব টুর্নামেন্ট থেকেই বিদায় নিয়েছে দল। লিগেও আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির চেয়ে পিছিয়ে থেকে শিরোপার স্বপ্ন টিমটিম করে জলছে লিভারপুলের। সেই স্বপ্নটা বাঁচিয়ে রাখতে হলে ফুলহ্যামের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না ক্লপের লিভারপুলের সামনে। সেই কাজটা অবশ্য দাপটের সাথেই করেছেন তারা। ৩-১ গোলের জয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিভারপুল। ম্যাচ শেষে ক্লপ বলছেন, শেষ ম্যাচ পর্যন্ত শিরোপার জন্য লড়াই করতে চান তারা।

ইউরোপিয়ান ফুটবল থেকে বিদায় নেওয়ার পর শুধু লিগেই মনোযোগ দিতে পারছেন ক্লপ। সিটি ও আর্সেনালের দাপটের পরেও এখনো শিরোপার আশা ছাড়ছেন না লিভারপুল কোচ, ‘আমরা একটা সময়ে খুব বেশি পয়েন্ট পাইনি। সেভাবে ম্যাচও জিততে পারিনি। এখন আমরা যে অবস্থায় আছি সেটা কেউ ভাবেওনি! এখন আমাদের আর কোন টুর্নামেন্ট নেই। পূর্ণ মনোযোগটা তাই লিগেই দিতে চাই। আশা করি ভাগ্য আমাদের সহায় হবে। সবগুলো ম্যাচ জিততে হবে। ভাগ্যের দিকেও তাকিয়ে থাকতে হবে। শেষ ম্যাচ পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যেতে চাই। আশা করি শেষে গিয়ে চমকপ্রদ কিছু অপেক্ষা করছে লিগে!’

এক সপ্তাহের মাঝে ইউরোপা লিগ ও প্রিমিয়ার লিগ মিলিয়ে তিনটি ম্যাচ খেলতে হবে লিভারপুলকে। দুদিন পরেই এভারটনের মুখোমুখি হবেন ক্লপরা। সেই ম্যাচে জিতলে কিছু সময়ের জন্য শীর্ষে উঠে আসবেন তারা। তাই কিছুটা ঝুঁকি নিয়েই ফুলহ্যামের বিপক্ষে নিয়মিত একাদশের বেশ কয়েকজন ফুটবলারকে বিশ্রাম দিয়েছিলেন ক্লপ।

ক্লপ বলছেন, শিরোপার আশা ছাড়েননি বলেই এমনটা করেছেন তিনি, ‘এত অল্প সময়ে এতগুলো ম্যাচ খেলা ফুটবলারদের জন্য কঠিন। আমাদের এই বিশ্রামটা দিতেই হতো। বুধবারের ম্যাচের আগে সবাইকে ফিট চাই। আমাদের প্রতি ম্যাচেই লড়াই করতে হবে। সব ম্যাচেই জিততে হবে। স্কোয়াডকে তাই ক্লান্তি থেকে দূরে রাখতে হবে।’

লিভারপুল কি শেষ পর্যন্ত অবিশ্বাস্য কিছু করে লিগ জিততে পারবে?

 

সারাবাংলা/এফএম

ক্লপ প্রিমিয়ার লিগ লিভারপুল


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর