ঢাকা: রাজধানীর চানখারপুলের ফুটপাত থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩২ বছর।
মঙ্গলবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে শাহবাগ থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. সেলিম জানান, খবর পেয়ে চানখারপুলের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পেছনের ফুটপাত থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি ভবঘুরে ও মাদকাসক্ত ছিলেন বলে জানা গেছে।
এসআই আরও জানান, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যুবকের শরীরে সড়ক দুর্ঘটনার পুরাতন জখম রয়েছে। ফিঙ্গার প্রিন্ট সংগ্রহের মাধ্যমে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তেরর জন্য মর্গে রাখা হয়েছে।