Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘টি-২০ বিশ্বকাপের শিরোপা ধরে রাখবে ইংল্যান্ড’

স্পোর্টস ডেস্ক
২৪ এপ্রিল ২০২৪ ১০:৩২

শিরোপা ধরে রাখতে প্রত্যয়ী ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড

ওয়ানডে বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ফেভারিটের তকমা নিয়েই ভারতে খেলতে এসেছিলেন তারা। তবে ৫০ ওভারের বিশ্বকাপে পয়েন্ট তালিকার তলানিতে থেকেই টুর্নামেন্ট শেষ করেছে ইংল্যান্ড। আসন্ন টি-২০ বিশ্বকাপেও শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামবে ইংলিশরা। বিশ্বকাপ শুরুর আগে ইংল্যান্ড স্পিনার আদিল রশিদ বলছেন, ওয়ানডে ফরম্যাটে না পারলেও টি-২০ বিশ্বকাপে শিরোপা ধরে রাখবেন তারা।

ভারতের মাটিতে বিশ্বকাপের ৯ ম্যাচের মাত্র ৩টিতে জিতে কোনরকমে চ্যাম্পিয়নস ট্রফি নিশ্চিত করেছিল বেন স্টোকসের দল। যুক্তরাষ্ট্রে হতে যাওয়া টি-২০ বিশ্বকাপেও কি ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের একই হাল হবে? রশিদ বলছেন, এই ফরম্যাটে দেখা যাবে চিরচেনা সেই বিধ্বংসী ইংল্যান্ডকে, ‘ওয়ানডের ফরম্যাট পুরোপুরি ভিন্ন ছিল। আমাদের খুব বাজে সময় কেটেছে। এটা স্বীকার করতে হবে। আমরা ব্যাট, বল কোন বিভাগেই ভালো খেলিনি। দল হিসেবেও পারফরম্যান্স ভালো ছিল না। কিন্তু টি-২০ ফরম্যাটে আমরা নিজেদের চেনা ফর্মেই থাকব। এই আত্মবিশ্বাস আমাদের আছে। আমাদের সেই একাদশ আছে। নিজেদের উপর বিশ্বাস রেখে আমরা মাঠে নামতে পারলে ভালো ফলাফল আসবেই। দুই ফরম্যাটে ভিন্নতা আছে, সেটা সবাইকে মাথায় রাখতে হবে।’

২০২২ সালের মতো এবারও দাপটের সাথে শিরোপা জেতার ব্যাপারে আশাবাদী রশিদ, ‘আমাদের চ্যাম্পিয়ন হওয়ার মানসিকতা আছে। আমরা ওয়ানডে বিশ্বকাপের হতাশা নিয়ে ভাবতে চাইছি না। আমরা এই ফরম্যাটে ঘুরে দাঁড়িয়েই শিরোপা জিততে চাই। প্রতিটা দলই খারাপ সময় থেকে ঘুরে দাড়ায়।’

৪ জুন স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু ইংল্যান্ডের শিরোপা ধরে রাখার মিশনের।

সারাবাংলা/এফএম

আদিল রশিদ ইংল্যান্ড টি-২০ বিশ্বকাপ শিরোপা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর