Wednesday 07 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে আছে ভারত: দুর্যোগ প্রতিমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২৪ ১৩:৫০

ঢাকা: রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশের পাশে ভারত আছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান। তিনি বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে ভারত বাংলাদেশের পাশে আছে। তারা সব সময় রোহিঙ্গা ইস্যুতে সাপোর্ট করছে এবং ভবিষ‌্যতেও তারা সহায়তা অব্যাহত রাখবে।’

বুধবার (২৪ এপ্রিল) সচিবালয়ে নিজ দফতরে বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় কুমার ভার্মার সঙ্গে বৈঠকের পর প্রতিমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ও ভারতের সঙ্গে যতগুলো ব‌্যাপার আছে সবগুলো ব‌্যাপার নিয়ে আলোচনা করেছি। প্রত‌্যেকটি বিষয়ে বাংলাদেশ ও ভারত ঐক‌্যবদ্ধভাবে কাজ করব সেই বিষয়ে আমরা প্রত‌্যয় ব‌্যক্ত করেছি।’

বিজ্ঞাপন

রোহিঙ্গা প্রত্যাবাসনে ভারত কীভাবে সহযোগিতা করবে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা প্রত‌্যাবাসনের কাজ তো কূটনৈতিকভাবে চলছে। তারা বাংলাদেশের অবস্থানের ব‌্যাপারে জানে। এ ব‌্যাপারে তারা সবসময় বাংলাদেশের সাথে আছে।’

মহিববুর রহমান আরও বলেন, ‘বাংলাদেশ ও ভারতের একই রকমের প্রকৃতি, ভৌগোলিক অবস্থাও একই। ভবিষ‌্যতে সমস‌্যা মোকাবিলায় ঐক‌্যবদ্ধভাবে কাজ করব। পরস্পরের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করব। সেই বিষয়ে আমরা একমত হয়েছি। ভবিষ‌্যৎ প্রজন্মের জন‌্য দেশকে নিরাপদ ও দুর্যোগ মুক্ত রাখতে আমরা একসঙ্গে কাজ করব।’

সারাবাংলা/জেআর/এমও
বিজ্ঞাপন

সম্পর্কে যখন সন্দেহ!
৭ জানুয়ারি ২০২৬ ১৭:২৫

আরো