Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আপিল বিভাগে নিয়োগ পেলেন ৩ বিচারপতি

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২৪ ১৫:১৬

ঢাকা: দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তিন জন বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। বুধবার (২৪ এপ্রিল) আইন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

হাইকোর্ট বিভাগ থেকে আপিল বিভাগে নিয়োগ পাওয়া তিন বিচারপতি হলেন, বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ, বিচারপতি শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।

নতুন নিয়োগ পাওয়া এই ৩ বিচারপতিসহ বর্তমানে আপিল বিভাগে মোট বিচারপতির সংখ্যা হলো ৮ জন।

রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ারের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই তিনজন বিচারপতিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক নিয়োগ করেছেন। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।

সারাবাংলা/কেআইএফ/এমও

আপিল বিভাগ বিচারপতি

বিজ্ঞাপন

কলকাতায় অভিষেক হচ্ছে অপূর্ব’র
২৪ নভেম্বর ২০২৪ ১৮:২৮

তানজিব-অবন্তীর নতুন গান
২৪ নভেম্বর ২০২৪ ১৮:২২

আরো

সম্পর্কিত খবর