Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোর ডিওএইচএস-এ ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা উদ্বোধন

সারাবাংলা ডেস্ক
২৫ এপ্রিল ২০২৪ ২৩:০৫

যশোর: যশোর প্রতিরক্ষা অফিসার হাউজিং সোসাইটি- ডিওএইচএস এলাকায় মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা-২০২৪ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাসব্যাপী এ শিল্প মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি মেজর মো. গোলাম হায়দার (অব.)।

যশোর সেনানিবাসের ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার এ. ডাব্লিউ. এম রায়হান শাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট শ্যামল কুমার রায় (অব.)।

মাসব্যাপী শুরু হওয়া এই মেলায় সার্কাস ও শিল্পীদের দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন রাইডসের আয়োজন করা হয়েছে। এ ছাড়াও, মেলায় কুটির শিল্পের পণ্য সামগ্রীর বিভিন্ন ধরনের স্টল রয়েছে।

সারাবাংলা/পিটিএম

যশোর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর