Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সিগঞ্জে ১৫ মণ জাটকা জব্দ, আটক দুই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৪ ১৭:১৭

মুন্সিগঞ্জ: সদর উপজেলার মিরকাদিম মাছের আড়তে তল্লাশি চালিয়ে ১৫ মণ জাটকা জব্দ করা হয়েছে। এসময় জাটকা বিক্রির অভিযোগে দু’জনকে আটক করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শামসুর রহমান ও মুক্তারপুর নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সাজ্জাদ করিমের নেতৃত্বে শনিবার (২৭ এপ্রিল) সকাল ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত বিভিন্ন মাছের আড়তে যৌথভাবে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে আটকরা হলেন নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরভাটা গ্রামের আব্দুল মতিনের ছেলে মোহাম্মদ মাসুম ও আব্দুল মনামের ছেলে মোহাম্মদ আলী। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ (৫ এর ১) আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এ সময় পুলিশের উপস্থিতি দেখে পালিয়ে যায় জাটকা ব্যবসায়ীরা। জব্দ করা জাটকাগুলো মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি থেকে বিভিন্ন মাদরাসা ও এতিমখানা বিতরণ করা হবে বলে জানিয়েছেন অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মাজাহারুল ইসলাম অভিযান প্রসঙ্গে জানান, রিকাবীবাজারের মিরকাদিম মৎস্য আড়তে অন্যান্য মাছের আড়ালে লুকিয়ে জাটকা বিক্রি হচ্ছিল। সেখানে যৌথ অভিযান পরিচালনা করে দু’জনকে আটক করা হয়েছে। জাটকা সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালিত হবে।

উল্লেখ্য, প্রতি বছরের ১ নভেম্বর থেকে ত্রিশ জুন পর্যন্ত মোট ৮ মাস ১০ ইঞ্চির চেয়ে ছোট ইলিশ মাছ ধরা, মজুদ এবং কেনা-বেচা সম্পূর্ণ নিষিদ্ধ।

সারাবাংলা/এমও

ইলিশ মাছ জাটকা জব্দ মুন্সিগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর