Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিয়ার কবরে শ্রমিক দলের শ্রদ্ধা

স্পেশাল করেসপন্ডেন্ট
২ মে ২০২৪ ১২:৪৩

ঢাকা: সংগঠনের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে জাতীয়তাবাদী শ্রমিকদল।

বৃহস্পতিবার (২ মে) সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে গিয়ে সংগঠনটির শীর্ষ নেতারা জিয়ার কবরে ফুল দেন এবং মোনাজাত করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম, দফতর সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জুসহ অনান্যরা।

বিএনপির সহযোগী সংগঠন হিসেবে ১৯৭৯ সালের ২ মে জাতীয়তাবাদী শ্রমিকদল গঠন করা হয়। গত ৪৫ বছর ধরে বিএনপির সহযোগী সংগঠন হিসেবে আন্দোলন সংগ্রামের পাশাপাশি শ্রমিকের অধিকার নিয়ে নানা ধরনের কাজ করে আসছে সংগঠনটি। এ সংগঠনে বিভিন্ন সময় বিএনপির গুরুত্ব নেতারা দায়িত্ব পালন করেছেন। দলটির স্থায়ী কমিটির সদস্য প্রখ্যাত শ্রমিক নেতা নজরুল ইসলাম খান দীর্ঘ দিন এ সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করেছেন। সংগঠনটিতে প্রায় এক লাখ ৮০ হাজার সদস্য আছেন। এটি আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন কনফেডারেশন কর্তৃক অনুমোদিত।

সারাবাংলা/এজেড/ইআ

কবরে শ্রদ্ধা জিয়াউর রহমান টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্টে হামলার হুমকি!
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

সম্পর্কিত খবর