Wednesday 20 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
২ মে ২০২৪ ১৭:২০

ঢাকা: প্রতারণা ও জালিয়াতির মামলায় ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আশ্রমের মৃত ব্যক্তিদের জাল মৃত্যু সনদ দেওয়ার অভিযোগে মিরপুর মডেল থানায় এই মামলাটি হয়েছিল।

বৃহস্পতিবার (২ মে) ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. তোফাজ্জল হোসেন এই রিমান্ডের আদেশ দেন।

বিজ্ঞাপন

এ দিন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন আসামি মিল্টনকে আদালতে হাজির করে জালিয়াতির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি নিয়ে তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার একজন পরিচিতমুখ। অনলাইনে তার অনুসারী দেড় কোটির বেশি। তবে সম্প্রতি তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়। একে একে মুখ খুলতে থাকেন ভুক্তভোগীরা। যদিও কয়েকটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন মিল্টন সমাদ্দার।

এর মধ্যেই বুধবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিবি পুলিশের একটি দল ঢাকার মিরপুর থেকে আটক করে মিল্টনকে। পরে তার সঙ্গে কথোপকথনের পর ডিবিপ্রধান জানান, মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মানবপাচার, অবৈধভাবে মরদেহ দাফন, টর্চার সেল, আয়ের উৎসসহ বেশকিছু অভিযোগ রয়েছে। সবচেয়ে বড় অভিযোগ, ৯০০ মরদেহের ৮৩৫টির ডকুমেন্ট দেখাতে পারেনি মিল্টন।

বিজ্ঞাপন

ডিবিপ্রধান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন-অর রশিদ জানিয়েছেন, মানবপাচার ও অবৈধভাবে আটক রাখার অভিযোগে আরও দুটি মামলা প্রক্রিয়াধীন মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে।

আরও পড়ুন
যে সব অভিযোগে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে ৩ মামলা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টনকে রিমান্ডে নিয়ে সব অপকর্ম বের করব: ডিবি হারুন
৯০০ মরদেহের ৮৩৫টিরই ডকুমেন্ট দেখাতে পারেনি মিল্টন, রাতেই মামলা
মিল্টনের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করতে বলেছে মানবাধিকার কমিশন

 

সারাবাংলা/কেআইএফ/টিআর

চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার টপ নিউজ মিল্টন সমাদ্দার রিমান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর