জবি মেডিকেল সেন্টারে বিশেষ ব্যবস্থায় ১১ জনের ভর্তি পরীক্ষা
৩ মে ২০২৪ ১৭:৩৬
ঢাকা: ২০২৩-২৪ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গুচ্ছভর্তি কেন্দ্রে ১১ জন বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। শ্রুতিলেখকসহ বিশেষ ব্যবস্থায় তাদের মেডিকেল সেন্টারে পরীক্ষা নেওয়া হয়েছে।
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে ৬ জন দৃষ্টিপ্রতিবন্ধী রয়েছেন যারা শ্রুতিলেখকের সহায়তা নিয়ে মেডিকেল সেন্টারের বিশেষ কক্ষে পরীক্ষায় বসেন। এদের মধ্যে ১ জন হ্যান্ড প্যারালাইজড রয়েছেন এবং ৪ জন পরীক্ষার্থী অসুস্থ অবস্থায় প্রশ্নপত্রসহ মেডিকেল সেন্টারে আসেন।
পরীক্ষার্থীদের মধ্যে দৃষ্টি প্রতিবন্ধী পরীক্ষার্থী ছিলেন হিজবুল্লাহ, যার শ্রুতিলেখক দিগন্ত মল্লিক, আসফিয়া তাসনীম রুহী শ্রুতিলেখক মারিয়া, নুসরাত জাহান কাকলী শ্রুতিলেখক নুসরাত জাহান স্বর্ণা, হুমায়রা জাহান জিনিতের শ্রুতিলেখক আমিনা বিনতে মোস্তফা, ইফফাত আহান বিথীর শ্রুতিলেখক মিথিলা আক্তার এবং আবু ফারেজের শ্রুতিলেখক ছিলেন পার্থ দাশ।
এ ছাড়া রিজার্ভে ছিলেন আশরাফুল ইসলাম, সোনিয়া আক্তার, হানিফা মুন্সী হ্যাপি, মাসুদ শাহরিয়ার।
মেডিক্যাল সেন্টারের উপ- প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মিতা শবনম বলেন, ‘শিক্ষার্থীদের সমস্ত কার্যক্রম ভালোভাবে হয়েছে। কোনো ধরনের সমস্যার সমস্যার সম্মুখীন তারা হয়নি।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, ‘খুব সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। কোনো সমস্যা হয়নি।’
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সময়ের ব্যাপারে উপাচার্য বলেন, ‘তাদের জন্য আলাদা কোনো সময়ের বরাদ্দ দেওয়া হয়নি। নির্ধারিত সময়ের মাঝেই তাদেরকে পরীক্ষা শেষ করতে হয়েছে।’
সারাবাংলা/একে