বকশিবাজারে বাসচাপায় বুয়েটের গাড়ি চালক নিহত
৩ মে ২০২৪ ১৯:৫৩
ঢাকা: রাজধানীর বকশিবাজারের শিক্ষা বোর্ডের পাশে যাত্রীবাহী বাস চাপায় আনোয়ার হোসেন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) গাড়ি চালক ছিলেন।
শুক্রবার (৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা মো. এইচ এম আদনান জানান, তিনি নিজে মৌমিতা বাসের যাত্রী ছিলেন। বাসটি শিক্ষাবোর্ডের পাশের মোড় ঘুরতে গিয়ে ওই ব্যক্তিকে দেয়ালের সঙ্গে চাপা দেয়। এতে ওই লোকটি গুরুতর আহত হয়। তখন বাসের কয়েকজন যাত্রী মিলে ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে এলে তার মৃত্যু হয়। বাসের চালককে ঘটনাস্থলে লোকজন ধরে রেখেছে।
হাসপাতালে নিহত ব্যক্তির ভাই আমির হোসেন জানান, তাদের বাড়ি বরিশাল সদর উপজেলার বাঘার হাওলা গ্রামে। বাবার নাম মীর মোহাম্মদ সাহেদ। বর্তমানে স্ত্রী-সন্তান নিয়ে লালবাগ গৌড়-ই শহীদ মাজার এলাকায় থাকতো আনোয়ার। তিনি বুয়েটের গাড়ি চালক ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি চকবাজার থানায় জানানো হয়েছে।’
সারাবাংলা/এসএসআর/এমও