Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পঞ্চম সমাবর্তন ৮ ডিসেম্বর

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ মে ২০২৪ ১৭:১৪ | আপডেট: ৫ মে ২০২৪ ১৮:৩৫

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পঞ্চম সমাবর্তন আয়োজনের অনুমতি দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। ৮ ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সমার্তন অনুষ্ঠান হবে।

বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমতিক্রমে সমাবর্তন আয়োজনের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত (৩০ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. পারভেজ হাসানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি রোববার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে এসেছে।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ সারাবাংলাকে বলেন, ‘সমাবর্তনের চিঠি ৩০ এপ্রিল ইস্যু হয়েছিল। আমরা এতদিন হাতে পাইনি। তাই অফিসিয়ালি প্রকাশ করতে পারিনি। চিঠি আজ আমরা হাতে পেয়েছি। ৮ ডিসেম্বর সমাবর্তন আয়োজনের জন্য আমরা প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করব।’

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে পঞ্চম সমাবর্তনের অনুমতির পাশাপাশি এতে সভাপতিত্ব করার সম্মতি জানিয়েছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পথচলা শুরু হয় ১৯৬৬ সালে। গত ৫৮ বছরের মধ্যে মাত্র চারটি সমাবর্তন হয়েছে।

সারাবাংলা/আরডি/একে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবি সমাবর্তন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর