Wednesday 07 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাদেশে কালবৈশাখির পূর্বাভাস

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ মে ২০২৪ ১৭:৪১ | আপডেট: ৫ মে ২০২৪ ২০:২৬

ঢাকা: সারাদেশে কালবৈশাখি ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। রোববার (৫ মে) বিকাল চারটা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে সারাদেশে বিক্ষিপ্তভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

রোববার (৫ মে) জারি করা এক সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, রোববার (৫ মে) বিকাল ৪টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্ন ভাবে পশ্চিম/ উত্তরপশ্চিম দিক থেকে দমকা ও ঝড়ো হাওয়াসহ কালবৈশাখি ঝড় বয়ে যেতে পারে।

কালবৈশাখি ঝড়ের সময় বজ্রপাত ও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

সারাবাংলা/জেআর/এমও

আবহাওয়া অধিদফতর কালবৈশাখি টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর