Tuesday 19 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহ শুরু, লক্ষ্য ১৭ লাখ মেট্রিক টন

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ মে ২০২৪ ১৩:২০

ঢাকা: চলতি বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে ধান, চাল, গম সংগ্রহ শুরু করতে শুরু করছে সরকার। মঙ্গলবার (৭ মে) সচিবালয়ে সংবাদ ব্রিফিং করে এ কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এবার প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২ টাকা, সিদ্ধ চাল ৪৫ টাকা, আতপ চাল ৪৪ টাকা এবং গম ৩৪ টাকা।

পরিকল্পনা অনুযায়ী, চলতি বোরো মৌসুমে কেজি প্রতি ৪৫ টাকা দরে ১১ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল, ৪৪ টাকা দরে দেড় লাখ মেট্রিক টন আতপ চাল এবং কেজি প্রতি ৩২ টাকা দরে ৫ লাখ মেট্রিক টন ধান আর ৫০ হাজার টন গম কিনবে সরকার। এতে খরচ হবে সাড়ে ৭ হাজার কোটি টাকা।

বিজ্ঞাপন

খাদ্যমন্ত্রী বলেন, ‘আসন্ন বোরো সংগ্রহ ২০২৪ মৌসুমে ৫ লাখ টন ধান, ১১ লাখ টন সিদ্ধ চাল,আতপ চাল ১ লাখ টন এবং ৫০ হাজার টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।’

ধান, চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ৩১ আগস্ট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে জানিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘তবে জুনের মধ্যে ৭০ শতাংশ সংগ্রহের কথা বলা হয়েছে। ধান-চাল সংগ্রহের জন্য জেলা প্রশাসক ও খাদ্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তাদের বলা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘যেসব কৃষক অ্যাপসের মাধ্যমে আবেদন করেছেন তাদের বাড়িতে কৃষক প্রতিনিধি যাচ্ছেন। কৃষি কর্মকর্তারা বাড়ি বাড়ি মেশিন নিয়ে গিয়ে ধানের আর্দ্রতা মেপে দেখছেন।’ যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা পূরণ করা যাবে বলে আশা করছি।

এর আগে, গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় ধান-চাল সংগ্রহে দাম নির্ধারণ করে দেওয়া হয়।

সারাবাংলা/জেআর/এমও

ধান-চাল সংগ্রহ বোরো মৌসুম মেট্রিক টন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর