Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক ছাত্রনেতা মাহিদুলকে তুলে নেওয়ার অভিযোগ

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ মে ২০২৪ ২৩:১৯

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মাহিদুল হাসান হিরুকে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (৭ মে) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘বিকেল ৫টায় আসর নামাজে যাওয়ার পথে সিদ্ধেশরী মাঠ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি মাহিদুল হাসান হিরুকে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকধারীরা তুলে নিয়ে গেছে।’

তিনি বলেন, ‘ঢাকা-মেট্রো-চ, ৫২-১৪৫০ নম্বর গাড়িতে করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাহিদুল হাসান হিরু-কে তুলে নিয়ে যাওয়া পর এখনও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। বিষয়টি উদ্বেগজনক। তাকে এভাবে আটক ও গুম করে রাখা ভয়ানক অশুভ সঙ্কেত।’

রিজভী বলেন, ‘বর্তমান ডামি আওয়ামী শাসকগোষ্ঠী বিরোধীদল ও মতকে দমন এবং চলমান গণতান্ত্রিক আন্দোলনে জনগণ ও বিএনপিসহ বিরোধীদলের নেতা-কর্মীদের ভয় পাইয়ে দিতে এখন আরও তীব্র মাত্রায় হিংস্র রূপ ধারণ করেছে। তাকে আটক ও সন্ধান না দেওয়ার ঘটনায় তার পরিবার-পরিজনসহ দলের নেতা-কর্মীরা গভীর উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছে।’

অবিলম্বে মাহিদুল হাসান হিরুকে জনসমক্ষে হাজির করার দাবি জানিয়ে রিজভী বলেন, ‘নইলে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে আওয়ামী সরকারকেই এর দায় নিতে হবে।’

সারাবাংলা/এজেড/পিটিএম

মাহিদুল সাবেক ছাত্রনেতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর