Thursday 07 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ডর্টমুন্ডকে কেউই ফাইনালে কল্পনা করেনি’

স্পোর্টস ডেস্ক
৮ মে ২০২৪ ১০:১৯

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ডর্টমুন্ড

সেমিফাইনালের চার দলের মাঝে তাদেরকেই মানা হচ্ছিল ‘আন্ডারডগ’। প্রথম লেগে ঘরের মাঠে পিএসজিকে হারালেও দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়িয়ে ফাইনালে যাবে পিএসজিই, এমনটাই ধারণা করছিলেন সবাই। তবে দ্বিতীয় লেগেও দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে ফাইনালে পৌঁছে গেছে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড। ফাইনালে পা রাখার পর জয়সূচক গোল করা ম্যাট হামেলস বলছেন, ফুটবল বিশ্বের কেউই তাদের ফাইনালে কল্পনা করেনি।

বিজ্ঞাপন

গ্রুপ অফ ডেথ থেকে চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডে উঠেছিল ডর্টমুন্ড। পিএসজি, এসি মিলান ও নিউক্যাসেলকে টপকে গ্রুপ সেরা হয়ে ওঠার পরেও কেউ হয়তো ভাবেননি জার্মান ক্লাবটি সবাইকে টপকে ফাইনালেও উঠে যাবে! কোয়ার্টার ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে বারবার পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে সেমিতে উঠেছিল তারা। সেমির দুই লেগে পিএসজির বিপক্ষে দুর্দান্ত রক্ষণভাগের কল্যাণে ২০১৩ সালের পর আবারও ফাইনালে পৌঁছে গেছেন রয়েস-হামেলসরা।

বিজ্ঞাপন

দ্বিতীয় লেগে গোল করে দলের ফাইনাল নিশ্চিত করা হামেলস বলছেন, বড় ক্লাবগুলোর ভিড়ে তাদের কেউ ফাইনালে কল্পনা করেনি, ‘গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচের পর থেকেই আমাদের মাঝে আত্মবিশ্বাস ছিল। ফাইনালে আমাদের না জেতার কারণ দেখি না। আমরা সবসময় চেয়েছি স্বাগতিকদের মাঠে ভালো খেলতে। এটাই আমাদের সাফল্যের রহস্য। আমাদের হয়তো কেউ ফাইনালে কল্পনা করেনি, কিন্তু আমরা নিজের যোগ্যতাতেই সেখানে পৌঁছে গেছি।’

সেমির মতো ফাইনালেও গোল পেতে চান হামেলস, ‘ক্যারিয়ারে অল্প কিছু গোল পেয়েছি এই টুর্নামেন্টে। আজকেরটা দিয়ে মাত্র পাঁচটা। এখন সময় এসেছে এটা আরও বাড়ানোর।’

ডর্টমুন্ড কি পারবে স্বপ্নের ফাইনাল জিতে ইতিহাস গড়তে?

সারাবাংলা/এফএম

চ্যাম্পিয়নস লিগ ডর্টমুন্ড পিএসজি ফাইনাল হামেলস

বিজ্ঞাপন

চবিতে ছাত্রাবাসের সামনে অজগর
৭ নভেম্বর ২০২৪ ২২:৪৩

আরো

সম্পর্কিত খবর