Friday 18 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, আহত ২৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ মে ২০২৪ ১৪:৫১ | আপডেট: ১০ মে ২০২৪ ১৭:৩৮

দিনাজপুর: দিনাজপুরের হিলিতে আজমেরি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ধানকাটা শ্রমিকসহ প্রায় ২৫ জন আহত হয়েছে।

শুক্রবার (১০ মে) দুপুরে উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আহতদের উদ্ধার করে হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন।

তিনি বলেন, দিনাজপুর থেকে হিলির দিকে ছেড়ে আসা আজমেরি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ডাঙ্গাপাড়া পুলিশ বক্স এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় বাসে থাকা যাত্রী ও ধানকাটা শ্রমিকসহ ২৫ জন আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বাসের চালক ও সহকারী পলাতক রয়েছেন বলে জানিয়েছেন এসআই শামীম হোসেন।

সারাবাংলা/এনএস

টপ নিউজ দিনাজপুর হিলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর