Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুবিতে ‘সি’ ইউনিটে গুচ্ছ ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ৭১৪ জন

কুবি করেসপন্ডেন্ট
১০ মে ২০২৪ ২০:১১

কুবি: সি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শেষ হয়েছে।

শুক্রবার (১০ মে) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ৪টি একাডেমিক ভবনে ৩ হাজার ৩১৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর আসন বিন্যাস করা হয়।

‘সি’ ইউনিটের সমন্বয়কারী ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্ল্যাহ জানান, পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো ধরনের সমস্যা দেখা যায়নি। পরীক্ষায় উপস্থিত ছিলেন ২ হাজার ৭৯৯ জন অর্থাৎ ৮৭.১১ শতাংশ এবং অনুপস্থিত ছিল ৭১৪ জন।

এসময় কুবির প্রক্টরিয়াল বডি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস, বিএনসিসি ও রোভার স্কাউট, শাখা ছাত্রলীগের নেতা-কর্মী বিভিন্ন আঞ্চলিক ছাত্র সংগঠন পরীক্ষার্থী ও অভিভাবকদের সহয়তায় নিয়োজিত ছিলেন।

সারাবাংলা/এমও

কুবি গুচ্ছ ভর্তি গুচ্ছ ভর্তি পরীক্ষা ভর্তি পরীক্ষা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর