Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাহমুদউল্লাহর ফিফটিতে বাংলাদেশের লড়াকু পুঁজি

স্পোর্টস ডেস্ক
১২ মে ২০২৪ ১১:৩৩ | আপডেট: ১২ মে ২০২৪ ১৩:৫০

মাহমুদউল্লাহ-শান্ত বীরত্বে লড়াই করার পুঁজি পেয়েছে বাংলাদেশ

সিরিজের প্রথম চার ম্যাচ জিতে বেশ ফুরফুরে মেজাজেই ছিল বাংলাদেশ। মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ টি-২০ ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। শুরুটা একদমই ভালো হয়নি তাদের। ১৫ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশকে বিপদমুক্ত করেন মাহমুদউল্লাহ রিয়াদ। রিয়াদের দারুণ এক ফিফটির সাথে নাজমুল হোসেন শান্ত ও জাকের আলির দুই লড়াকু ইনিংসে ১৫৭ রান তুলেছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়াতে জিম্বাবুয়েকে করতে হবে ১৫৮ রান।

বিজ্ঞাপন

ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ের দুর্দান্ত বোলিংয়ে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। আজ ওপেনিং জুটি ভালো শুরু থেকে দিতে পারেনি বাংলাদেশকে। দ্বিতীয় ওভারে তানজিদ তামিমকে ফেরান মুজারাবানি। ৫ বলে মাত্র ২ রান করে ফেরেন সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক। পরের ওভারেই আরেক ওপেনার সৌম্য সরকারকে ৭ রানে আউট করেন বেনেট। তাওহিদ হৃদয়ও তেমন কিছু করতে পারেননি আজ। মাত্র ১ রানেই বেনেটের বলে কিপারের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে তাকে। ৪ ওভারের মাঝে ১৫ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ।

বিজ্ঞাপন

সেখান থেকে ঘুরে দাঁড়ানোর গল্পের নায়ক মাহমুদউল্লাহ। বিশ্বকাপের আগে আবারও জানান দিলেন কেনও এখনো দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তিনি। শান্তকে সাথে নিয়ে গড়ে তোলেন দারুণ এক জুটি। চতুর্থ উইকেটে দ্রুত রান তুলে এই দুই ব্যাটার তোলেন ৬৯ রান। ৫ চার ও ১ ছক্কায় ২৮ বলে ৩৬ রান করা শান্তকে ফিরিয়ে জুটি ভাঙ্গেন মাসাকাদজা। শান্ত ফিরলে সাকিবকে নিয়ে আবার জুটি গড়েন মাহমুদউল্লাহ। এই সময় হাফ সেঞ্চুরিও তুলে নেন তিনি।

সাকিব ১৭ বলে ২১ রান করে ফেরেন ক্যাম্পবেলের বলে জংউইর দুর্দান্ত এক ক্যাচে। সাকিব ফেরার পরপরই ফেরেন মাহমুদউল্লাহও। ৬ চার ও এক ছক্কায় সাজানো ইনিংসে রিয়াদ করেছেন ৪৪ বলে ৫৪ রান।

সাকিব-রিয়াদ ফেরার পর দারুণ এক ক্যামিওতে দলের স্কোর ১৫০ পার করেছে জাকের আলি। এক চার ও ২ ছক্কায় ১১ বলে ২৪ রানে অপরাজিত ছিলেন জাকের। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৫৭ রানে থামে বাংলাদেশের ইনিংস। দুটি করে উইকেট নিয়েছেন মুজারাবানি ও বেনেট।

বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি এবং অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি

সারাবাংলা/এফএম

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ মাহমুদউল্লাহ রিয়াদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর