Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিপিএ-পাসের হার— সব বোর্ডেই এগিয়ে মেয়েরা

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ মে ২০২৪ ১৩:৪৭

ঢাকা: এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ছেলেদের তুলনায় মেয়েরা বেশি ভালো ফলাফল করেছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড তো বটেই, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডেও মেয়েদের পাসের হার ছেলেদের চেয়ে বেশি। জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে।

রোববার (১২ মে) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। মন্ত্রী পরে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন।

বিজ্ঞাপন

পাসের হারে এগিয়ে মেয়েরা

সার্বিকভাবে ১১টি শিক্ষা বোর্ডের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সব বোর্ড মিলিয়ে মেয়েদের পাসের হার ৮৪ দশমিক ৪৭ শতাংশ। বিপরীতে ছেলেদের পাসের হার ৮১ দশমিক ৫৭ শতাংশ।

এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের ফলাফলেও মেয়েরা এগিয়ে। ৯ বোর্ড মিলিয়ে মেয়েদের পাসের হার ৮৫ শতাংশ। বিপরীতে ছেলেদের পাসের হার ৮২ দশমিক ৩৯ শতাংশ।

একই চিত্র দেখা গেছে মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডেও। মাদরাসা বোর্ডে দাখিল পরীক্ষায় অংশ নেওয়া মেয়েদের ৮০ দশমিক ৫৭ শতাংশই পাস করেছে। ছেলেরা পাস করেছে ৭৮ দশমিক ৭০ শতাংশ। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় মেয়েদের পাসের হার ৮৮ দশমিক শূন্য তিন শতাংশ, যেখানে ছেলেদের পাসের হার ৭৯ দশমিক ১৯ শতাংশ।

জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও এগিয়ে মেয়েরাই

কেবল পাসের হার নয়, জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে অনেকটাই। ১১টি শিক্ষা বোর্ডের সম্মিলিত তথ্য বলছে, ৯৮ হাজার ৭৭৬ জন মেয়ে শিক্ষার্থী এবার জিপিএ-৫ পেয়েছে এসএসসি ও সমমান পরীক্ষায়। ছেলেদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮৩ হাজার ৩৫৩ জন। সে হিসাবে প্রায় ছেলেদের তুলনায় প্রায় সাড়ে ১৫ হাজার বেশি মেয়ে জিপিএ-৫ পেয়েছে।

বিজ্ঞাপন

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের তথ্য বলছে, মেয়েরা জিপিএ-৫ পেয়েছে ৮৯ হাজার ১৬৮ জন। বিপরীতে এসব বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ৭৪ হাজার ৬৭৭ জন ছেলে পরীক্ষার্থী পেয়েছে জিপিএ-৫।

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নেওয়া সাত হাজার ৪৬৭ জন মেয়ে পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ছেলেরা পেয়েছে ছয় হাজার ৭৩৯ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়া দুই হাজার ১৪১ মেয়ে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ছেলেরা জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৯৩৭ জন।

সার্বিকভাবে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় মেয়ে পরীক্ষার্থীর সংখ্যাও ছিল বেশি। মোট ২০ লাখ ১৩ হাজার ৫৯৭ পরীক্ষার্থীর মধ্যে মেয়েদের সংখ্যা ছিল ১০ লাখ ২৪ হাজার ৮০৩ জন, ছেলেদের সংখ্যা ছিল ৯ লাখ ৮৮ হাজার ৭৯৪ জন। মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদরাসা শিক্ষা বোর্ডেও ছেলেদের তুলনায় ছিল বেশি। তবে কারিগরি শিক্ষা বোর্ডের মেয়েদের তুলনায় ছেলে পরীক্ষার্থীর সংখ্যা ছিল তিন গুণেরও বেশি। এই বোর্ডে ৩০ হাজার ৩৬৯ জন মেয়ের বিপরীতে ছেলে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯২ হাজার ১৬৯ জন।

সারাবাংলা/টিআর

এসএসসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর