Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নেতার দুই পদ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট
১২ মে ২০২৪ ১৭:৪১

কুষ্টিয়া: মেয়াদোত্তীর্ণের ৯ মাস ১০ দিন পর ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ১০ কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটির বিষয়ে জানা যায়। ১৯৯ সদস্য বিশিষ্ট এই কমিটিতে এক নেতার নাম দুই পদে এসেছে। এনিয়ে এরইমধ্যে ক্যাম্পাসে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক-বর্তমান নেতা-কর্মীরা। তবে এটি ‘টাইপিং মিস্টেক’ বলে দাবি ইবি শাখার শীর্ষ দুই নেতার।

বিজ্ঞাপন

জানা যায়, ১৯৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে ১৭৬ জন নতুন পদ পাওয়ার কথা। তবে সেখানে ১৭৫ জনের নাম এসেছে। উপ-শিক্ষা ও পাঠচক্র সম্পাদক পদে রাকিবুল ইসলাম অভি এবং উপ-সাংস্কৃতিক সম্পাদক পদে রাকিবুল হাসান অভি নাম এসেছে। নামে কিছুটা ভিন্নতা থাকলেও উভয়ই একই ব্যক্তি বলে নিশ্চিত হওয়া গেছে। ওই নেতার নাম দুই স্থানে উল্লেখ থাকলেও উপ-সাংস্কৃতিক সম্পাদক পদে তিনি মনোনীত হয়েছেন এবং তার নামে ‘ইসলাম’ নয় বরং ‘হাসান’ ই হবে বলে দাবি করেছেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে রাকিব হাসান অভি বলেন, আমি উপ-সাংস্কৃতিক সম্পাদক পদে মনোনীত হয়েছি। আরেকটি পদে আমার নামের সঙ্গে মিল থাকলেও এই নামে আমি কাউকে খুঁজেও পাইনি। আমার নামে কোথাও ইসলাম শব্দটি নেই।

শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক কামাল হোসেন বলেন, ‘দুই নাম একই ব্যক্তির। এটা ভুলবশত হয়েছে। আমরা এরইমধ্যে কেন্দ্রে কথা বলেছি। খুব দ্রুতই প্রেস বিজ্ঞপ্তি সংশোধন করে প্রকাশ করা হবে। আর দুইটি পদের মধ্যে উপ-শিক্ষা ও পাঠচক্র পদটিতে নতুন একজনের নাম যুক্ত হবে।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক সহ-সভাপতি বলেন, ‘অনেক যোগ্য ব্যক্তি পদ পায়নি সেখানে এক নেতার নাম দুইবার এসেছে। ব্যাপারটি দুঃখজনক।’

শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, ‘আমরা এটি নিয়ে আলোচনা করেছি। কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের সঙ্গে কথা বলে সংশোধন করা হবে।’

প্রসঙ্গত, ২০২২ সালের ৩১ জুলাই এক বছরের জন্য ২৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠিত হয়। কমিটি ঘোষণার পর সহ-সভাপতির একটি পদ নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়। নাম একই হওয়ায় দুই নেতা নিজেকে সহ-সভাপতি হিসেবে দাবি করেন আল-মামুন ও মামুন হোসেন। ফেসবুকে কেন্দ্রীয় নেতাদের রেফারেন্স দিয়ে নিজেদের পদধারী হওয়ার যৌক্তিকতা তুলে ধরে স্ট্যাস্টাস দিতেও দেখা যায় তাদের।

সারাবাংলা/একে

ইবি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ছাত্রলীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর