Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবির একমাত্র ছাত্রী হলের নাম সংশোধন

জবি করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৪ ২২:৩৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলের নাম সংশোধন করা হয়েছে। ছবি: সারাবাংলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল ‘বেগম ফজিলাতুন নেছা মুজিব হল’-এর নাম সংশোধন করা হয়েছে। হলটির সংশোধিত নাম দেওয়া হয়েছে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হল’।

সোমবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আইনুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ৩ এপ্রিল অনুষ্ঠিত সিন্ডিকেটের ৯৫তম সভায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য নির্মিত ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল’-এর নাম পরিবর্তন করে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দীপিকা রানী সরকার বলেন, ‘বঙ্গমাতা যুক্ত করে হলের নাম আলোচনা আগে থেকেই চলছিল, কিন্তু নামটি পরিবর্তন করা হয়নি। নতুন উপাচার্য এসেই নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছিলেন। তার উদ্যোগের কারণেই দ্রুত নামটি বদলানো সম্ভব হলো।’

জবি উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, সিন্ডিকেটের ৯৫তম সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য নির্মিত হলটির নাম পরিবর্তন করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হল করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরই মধ্যে নতুন নামফলক লাগানোর কাজও শেষ হয়েছে।

এর আগে ২০২২ সালের ১৬ মার্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী হল বেগম ফজিলাতুন নেছা মুজিব হলের উদ্বোধন করা হয়। পরদিন ১৭ মার্চ ছাত্রীদের হলে ওঠানো হয়।

সারাবাংলা/টিআর

ছাত্রী হল জগন্নাথ বিশ্ববিদ্যালয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব বেগম ফজিলাতুন নেছা মুজিব হল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর