Sunday 16 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিলিতে রাষ্ট্রীয় সফর স্থগিত করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
১৪ মে ২০২৪ ১০:৩৩

দেশে ভয়াবহ বন্যার কারণে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও দা সিলভা চিলিতে তার রাষ্ট্রীয় সফর স্থগিত করেছেন। ব্রাজিলের দক্ষিণাঞ্চলে ঐতিহাসিক বন্যায় এখন পর্যন্ত ১৪৭ জন মারা গেছেন।

প্রেসিডেন্ট কার্যালয় থেকে বলা হয়েছে, বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণের প্রয়োজনীয়তার কারণে আগামী ১৭ ও ১৮ মে প্রেসিডেন্টের চিলি সফর অনুষ্ঠিত হচ্ছে না।

চলতি মাসের প্রথম থেকে দেশটির রিও গ্রান্ডি ডো সুলে প্রবল বর্ষণের কারণে নদীর পানি উপছে পড়ে শহর ভাসিয়ে দেয়। রাজ্যের রাজধানী পোর্টো আলেগ্রির অংশ বিশেষসহ কয়েকটি শহর বন্যার পানিতে তলিয়ে যায়। এতে প্রায় ২০ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। ছয় লাখেরও বেশি লোক তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র যেতে বাধ্য হয়েছে।

সরকারি হিসেবে বলা হয়েছে, বন্যার কারণে এখনও ১২৭ জন নিখোঁজ রয়েছেন।

সপ্তাহান্তে নতুন করে বৃষ্টি শুরু হওয়ায় নদীর পানি আবারও উপচে পড়ার এবং পুনরায় ক্ষয়ক্ষতির আশংকা দেখা দিয়েছে। রাজ্য গভর্ণর এডুয়ার্ডো লেইট এক্সে লিখেছেন, ‘পরিস্থিতি আরো খারাপ হতে থাকবে।’

সারাবাংলা/এমও

চিলি টপ নিউজ ব্রাজিলের প্রেসিডেন্ট ভয়াবহ বন্যা রাষ্ট্রীয় সফর

বিজ্ঞাপন

মেলায় নাই সিসিমপুর, জমেনি শিশুচত্বর
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৪

মিরপুরে প্রস্তুত হচ্ছেন লিটন-ইবাদতরা
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৩৮

আরো

সম্পর্কিত খবর