Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লাল পাহাড়ে আরসার আস্তানা, র‍্যাবের অভিযানে গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ মে ২০২৪ ১৬:৪৫

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় লাল পাহাড়ের গহীনে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) একটি আস্তানার সন্ধান পেয়েছে র‌্যাব। সেখানে টানা ছয় ঘণ্টা অভিযান চালিয়ে অস্ত্র, গ্রেনেড ও রকেট সেলসহ আরসার কমান্ডার ও তার সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব।

অভিযানে ওই আস্তানা থেকে পাঁচটি রকেল সেল, তিনটি রাইফেল গ্রেনেড, ১০টি দেশে তৈরি হ্যান্ড গ্রেনেড, ১৩টি ককটেল, একটি বিদেশি রিভলবার, একটি এলজিসহ বিপুল গোলাবারুদ, কার্তুজ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বুধবার (১৫ মে) ভোর ৫টা থেকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের গহীন লাল পাহাড়ে এ অভিযান চালানো হয়েছে বলে জানান র‌্যাব সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মোহাম্মদ আরাফাত ইসলাম।

গ্রেফতাররা হলেন- আরসার অন্যতম প্রধান সমন্বয়ক, কমান্ডার ও ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সৈয়দুল আবেরার ছেলে মো. শাহানুর প্রকাশ মাস্টার সলিম (৩৮) এবং তার এক সহযোগী ও ৮ নম্বর ক্যাম্পের মৃত মোহাম্মদ নুরের ছেলে মো. রিয়াজ (২৭)।

বুধাবার অভিযান শেষে দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনে র‌্যাব সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মোহাম্মদ আরাফাত ইসলাম জানান, সম্প্রতি ঘটে যাওয়া হত্যাকাণ্ড এবং বিভিন্ন সন্ত্রাসী ঘটনার প্রেক্ষিতে র‌্যাব-১৫ গোয়েন্দা তৎপরতা ও নজরদারী শুরু করে। যার সূত্র ধরেই জানা যায় মাস্টার সেলিম বর্তমানে বাংলাদেশের আরসার প্রধান হিসেবে নেতৃত্ব দিচ্ছে। তার নেতৃত্বে আবার হত্যাসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড পরিচালনা এবং পাশের দেশ থেকে অস্ত্র-গোলাবারুদ সংগ্রহ করে রোহিঙ্গা ক্যাম্পে নাশকতার সৃষ্টির চেষ্টা করছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের লাল পাহাড়ে আরসার আস্তানায় অভিযান চালায় র‌্যাব। এ সময় দুইজন আরসা সন্ত্রাসীকে আটক করা হয়। এ ছাড়া তাদের কাছ থেকে অস্ত্র, গ্রেনেড ও রকেট সেল উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

মোহাম্মদ আরাফাত ইসলাম জানান, শাহনুর প্রকাশ মাস্টার সলিম ২০১৭ সালে বাংলাদেশে এসে ১৫ নম্বর ক্যাম্পে বসবাস শুরু করেন। তিনি মিয়ানমারে থাকাকালীন সেখানকার আরসা জোন কমান্ডারের দায়িত্বে ছিলেন। এছাড়াও আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনির দেহরক্ষী হিসেবে দুই মাস দায়িত্বও পালন করেছেন। বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী হিসেবে ২০১৭ সালে আসার পর মৌলভী আকিজের মাধ্যমে আরসায় ফের যোগ দেন। এরপর আরসার হয়ে আধিপত্য বিস্তার কোন্দল খুন, অপহরণ, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েন। তিনি অস্ত্র চালনাসহ বিভিন্ন বিস্ফোরকের উপর পারদর্শী। তার বিরুদ্ধে ৩টি হত্যা মামলাসহ অন্যান্য বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। আর রিয়াজ তার সহযোগী। এ বিষয়ে মামলা করে তাদের উখিয়া থানায় সোপর্দের করার প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/ইআ

আরসা কমান্ডার টপ নিউজ রোহিঙ্গা ক্যাম্প র‌্যাবের অভিযান লাল পাহাড়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর