মসজিদে নামাজ পড়ার ভান ধরে চুরি, গ্রেফতার ৪
১৬ মে ২০২৪ ২০:২৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরী থেকে চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। পুলিশ জানিয়েছে, মসজিদে নামাজ পড়ার ভান ধরে মুসল্লিদের মোবাইলসহ গুরুত্বপূর্ণ জিনিস চুরি করাই ছিল তাদের পেশা।
বুধবার (১৫ মে) নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার চারজন হলেন- আবদুল মালেক (৩৭), লোকমান হাকীম (৪৫), মো. নয়ন (২৬) ও সেলিম উদ্দিন (৪০)।
নগর গোয়েন্দা পুলিশের (বন্দর ও পশ্চিম) উপ কমিশনার আলী হোসেন সারাবাংলাকে জানান, গত ২ মে আগ্রাবাদের বাদামতলী এলাকার শাহী জামে মসজিদে নামাজ পড়ার সময় শফিউল্লাহ নামে এক ব্যক্তির ব্যাগ চুরি হয়ে যায়।
সেখানে তার মোবাইল, স্মার্ট ঘড়িসহ গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ছিল। পরে তিনি ডবলমুরিং থানায় এ বিষয়ে অভিযোগ করলে অভিযান চালিয়ে চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করে ডিবির সদস্যরা।
গোয়েন্দা কর্মকর্তা আলী হোসেন বলেন, ‘মালেক ও লোকমানের কাজ হচ্ছে নগরীর বিভিন্ন মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া। মসজিদে যে সকল মুসল্লিদের পাশে ব্যাগ ও মোবাইল ফোন থাকে তাদের পাশে দাঁড়িয়ে নামাজ পড়ার ভান করে তারা। এরপর সুযোগ বুঝে মোবাইলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস চুরি করে। পরে চুরি করা মোবাইল নয়ন ও সেলিমের কাছে কম দামে বিক্রি করে দেয়।’
‘নয়নের নগরীর রিয়াজউদ্দিন বাজারে চোরাই মোবাইলের ব্যবসা আছে। সেখানে একটি ছোট দোকানও আছে তার। আর সেলিম নতুন ব্রিজের মইজ্জ্যারটেক এলাকায় একটি বেকারীতে শ্রমিক হিসেবে কাজ করে। চুরি হওয়া ব্যাগটি সেলিমের বেকারী থেকেই উদ্ধার করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘মালেককে তার অক্সিজেনের বাসা থেকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে চুরি হওয়া স্মার্ট ঘড়িটি উদ্ধার করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাকিদেরকে গ্রেফতার করা হয়।’
মালেক ও লোকমানের নামে নগরীর বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা আছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।
সারাবাংলা/আইসি/একে