সবজিতে স্বস্তি, চড়া ডিমের দাম
১৭ মে ২০২৪ ২১:৪৯
ঢাকা: রাজধানীর বাজারে কমেছে সবজির দাম। খুচরা বাজারে সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা কমেছে। সবজির দাম কমলেও চড়া দামেই বিক্রি হচ্ছে মুরগি ও হাঁসের ডিম। হাঁসের ডিম ১৮০, ফার্মের লাল ডিম ১৫০, ফার্মের মুরগির সাদা ডিম ১৪০ আর কোয়েল পাখির ডিম ৫০ টাকা ডজনে বিক্রি হচ্ছে। মাঝে দাম কিছুটা কমলেও আবার তা বেড়েছে। তীব্র গরমে চাহিদার তুলনায় বাজারে সরবরাহ কম হওয়ায় দাম বেড়েছে বলে দাবি পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের। আর মাছ ও মাংসের দাম উচ্চমূল্যে স্থিতিশীল।
শুক্রবার (১৭ মে) রাজধানীর আগারগাঁওয়ের বিএনপি বাজার, শ্যামলী ও মোহাম্মদপুর কৃষি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
খুচরা বাজারে কাঁচা পেঁপে ও বেগুনের দাম কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা কমে ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। শসা কেজি প্রতি ১০-২০ টাকা কমে ৫০-৬০ টাকায়, মাঝারি আকারের পাতি লাউ ৬০ টাকায়, ঝিঙ্গা ও চিচিঙ্গা ৬০ টাকায়, করলা ৬০-৭০ টাকা, ঢেঁড়শ ৫০-৬০ টাকায়, কাঁচা মরিচ ৮০-১০০ টাকায়, মাঝারি আকারের লেবু ২০-৩০ টাকা হালিতে বিক্রি হচ্ছে। গত সপ্তাহের মতোই দেশি পেঁয়াজ ৭০-৮০ টাকা, রসুন ২৪০-২৫০ টাকা, আদা ২৪০-২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
শ্যামলির সবজি বিক্রেতা আহাদ মিয়া সারাবাংলাকে বলেন, গত সপ্তাহের চেয়ে আজকে সবজির দাম কিছুটা কমেছে। পেঁপে, বেগুন, শসা, লাউসহ কয়েকটি সবজির দাম গত সপ্তাহের চেয়ে কেজি প্রতি ২০-৩০ টাকা পর্যন্ত কমেছে।
আগারগাঁওয়ের বিএনপি বাজারে সবজি কিনতে আসা গৃহিণী আলপনা বেগম সারাবাংলাকে বলেন, গত সপ্তাহের চেয়ে আজ পেঁপে, বেগুন ও শসার দাম কিছুটা কম। তবে এটা সামনের সপ্তাহ পর্যন্ত স্থির থাকবে কিনা সেটাই প্রশ্ন! কারণ বাজারে কোনো কিছুর দাম একবার কমলেও পরক্ষণেই আবার তা বেড়ে যায়।
বাজারে বয়লার মুরগির দাম গত সপ্তাহের মতোই কেজি প্রতি ২২০-২৩০ হলেও সোনালিকা মুরগির দাম কেজিপ্রতি ২০-৩০ টাকা কমে ৩৭০-৩৮০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। এ ছাড়া লেয়ার মুরগি কেজি প্রতি ৩৫০-৩৬০ টাকা দরে বিক্রি হয়। গরুর মাংস গত সপ্তাহের মতোই কেজি প্রতি ৭৫০-৭৮০ টাকা এবং খাসি ১০৫০-১১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাছ মাংসের দাম উচ্চ মূল্যে স্থিতিশীল আছে। আগারগাঁওয়ের বিএনপি বাজারের এক কেজি বা তার চেয়ে বেশি ওজনের রুই মাছ ৩৫০-৩৮০ টাকা কেজি, পাঙাস ২০০-২২০ টাকা কেজি, কৈ ২৫০-২৬০ পাবদা ৪৫০-৫০০ টাকা কেজি, তেলাপিয়া ২৫০-২৬০ টাকা কেজি, সিলভার কার্প ২৪০-২৫০ টাকা, সিং ৪৫০-৫০০ টাকা, গুলশা মাছ ৬৫০-৭০০ টাকা, চিংড়ি মাঝারি ৭০০-৭৫০ টাকা কেজি দরে হতে দেখা যায়।
সারাবাংলা/কেআইএফ/এনইউ