Monday 31 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির প্রয়াত মহাসচিবের অসুস্থ ছেলেকে দেখতে গেলেন সালাম

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৪ ২০:৩২

ঢাকা: হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য অ্যাডভোকেট খোন্দকার আবদুল হামিদ ডাবলুকে দেখতে হাসপাতালে গেলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম।

শুক্রবার (১৭ মে) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ডাবলুকে দেখতে যান তিনি।

গত ৪ এপ্রিল রাতে নিজের ফ্ল্যাটে অসুস্থতা বোধ করলে তাকে বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তার ব্রেনস্টোক হয়েছে জানালে ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালে নিয়ে ভর্তি করা হয়।

শারীরিক অবস্থার অবনতি ঘটায় হাসপাতাল পরিবর্তন করে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের আইসিইউতে স্থানান্তর করা হয়। বুধবার সকাল থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

আবদুস সালাম চিকিৎসকদের কাছ আবদুল হামিদ ডাবলুকে চিকিৎসার খোঁজ-খবর নেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

এরপর মোহাম্মদপুর থানা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ বজলুর রহমানকে দেখতে তার শ্যামলীস্থ বাসয় যান আবদুস সালাম। পরে পিজি হাসপাতালে চিকিৎসাধীন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সদস্য হানিফ ব্যাপারীকে দেখতে যান তিনি।

সারাবাংলা/এজেড/একে

আবদুল সালাম বিএনপি বিএনপির মহাসচিব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর