৮ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিমি বেগে বয়ে যেতে পারে ঝড়
১৮ মে ২০২৪ ১৩:৫৩
ঢাকা: টানা তিন দিন কখনো মাঝারি, কখনো মৃদু তাপপ্রবাহের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি হয়ে গেল। যদিও সে বৃষ্টি বেশীক্ষণ স্থায়ী হয়নি। তারপরও সকালটা বেশ শীতল করে দিয়ে গেছে। আর এই বৃষ্টির রেশ ধরেই এদিন দেশের অন্তত আট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদফতরের সতর্কবার্তায় বলা হয়েছে, শনিবার (১৮ মে) ঢাকা, ময়মনসিংহ, মাদারীপুর, নোয়াখালী, কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর (পুন. ১ নম্বর) সংকেত দেখাতে বলা হয়েছে।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
এদিকে, আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এ ছাড়া, দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় চলমান তাপপ্রবাহ পরিস্থিতি দেশের উত্তর এবং উত্তরপূর্বাংশের কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। যে কারণে সারাদেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, রোববারও (১৯ মে) রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। ওইদিন চলমান তাপপ্রবাহ পরিস্থিতি প্রশমিত হতে পারে। আর সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
তবে সমুদ্রবন্দরের জন্য কোনো ধরনের সতর্কবার্তা নেই বলে জানান তরিকুল নেওয়াজ কবির।
সারাবাংলা/জেআর/পিটিএম