Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাঁতার শিখতে গিয়ে মহানন্দায় ডুবে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৪ ১৮:১০

চাঁপাইনবাবগঞ্জ: বন্ধুদের সঙ্গে সাঁতার শিখতে গিয়ে মহানন্দা নদীতে ডুবে রাইহান আলী শুভ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ মে) দুপুর ২টার দিকে মহানন্দা সেতুর রাবারড্যাম এলাকায় এ ঘটনা ঘটে। মৃত রাইহান চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার স্বরূপনগর মহল্লার জিকেন আলীর ছেলে।

ওই যুবকের পরিবারের বরাত দিয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান, রাইহান আলী শুভসহ ৫/৭ জন মহানন্দা নদীর রাবারড্যাম এলাকায় গোসল করতে যান। কিন্তু তিনি সাঁতার জানতেন না। সেজন্য কিনারে সাঁতার শিখছিলেন। এ সময় তিনি হঠাৎ করে তিনি নদী গর্ভে তলিয়ে যান। পরে স্থানীয়রা অনেক খোঁজুখুঁজির পর তার দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, গতকাল শুক্রবারও সে বন্ধুদের সঙ্গে একই স্থানে গোসল করতে গিয়েছিলেন।

সারাবাংলা/পিটিএম

মৃত্যু সাঁতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর