Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেট্রোরেলে ভ্যাট যাত্রীর ওপর চাপবে, পুনর্বিবেচনার অনুরোধ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৪ ১৪:২৬ | আপডেট: ১৯ মে ২০২৪ ১৫:০৩

ঢাকা: মেট্রোরেলের ওপর ভ্যাট বসানোর সিদ্ধান্ত পুনঃবিবেচনার অনুরোধ জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক। তিনি বলেন, ‘১৫ শতাংশ ভ্যাট ধরা হলো ডিএমটিসিএলের ওপর চাপ বাড়বে। তখন এটা যাত্রীদের কাছ থেকে আদায় করতে হবে।’

রোববার (১৯ মে) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘ব্র্যান্ডিং সেমিনার অন ঢাকা মেট্রোরেল’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন


এম এ এন সিদ্দিক বলেন, ‘এর আগে মেট্রো রেলে ভ্যাট বসানো হয়েছিল। তখন কথা বলে জুন পর্যন্ত স্থগিত রাখা হয়। এখন সেটা আবার ১ জুলাই থেকে কার্যকরের কথা বলা হচ্ছে। যদি ভ্যাট দিতে হয় তাহলে এটি যাত্রীর দিতে হবে। তাই এটি রিভিউ করার জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি।’

অনুষ্ঠানে জানানো হয়, মেট্রোরেল চালু করার পর থেকে এ পর্যন্ত বিদ্যুতের দাম তিনবার বেড়েছে। কিন্তু মেট্রোরেলের ভাড়া বাড়ানো হয়নি। এখন ভ্যাট যুক্ত হলে ভ্যাটের টাকা যাত্রীদের দিতে হবে মেট্রোরেলের পক্ষে সেটি বহন করা সম্ভব না। ফলে মেট্রোরেলের ভাড়া পরিমাণ বেড়ে যাবে।

সারাবাংলা/জেআর/এমও

ডিএমটিসিএল পুনঃবিবেচনা ভ্যাট মেট্রোরেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর