Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাজেট অধিবেশন বসছে ৫ জুন

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ মে ২০২৪ ১৭:৪৪ | আপডেট: ২০ মে ২০২৪ ২১:৩১

ঢাকা: জাতীয় সংসদে আগামী ৫ জুন বসছে বাজেট অধিবেশন। ওই দিন বিকেল পাঁচটায় অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এটি হবে দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন এবং প্রথম বাজেট অধিবেশন।

সোমবার (২০ মে) জাতীয় সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

সংসদ সচিবালয় জানায়, অধিবেশন শুরুর পর দিন ৬ জুন জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাব করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বাজেট অধিবেশনে হওয়া এইবারের অধিবেশন দীর্ঘ হবে বলে জানা গেছে।

৫ জুন অধিবেশন শুরু হওয়ার আগে সংসদের কার্য উপদেষ্টা বৈঠকে সংসদ কত দিন চলবে তা নির্ধারণ করা হবে। দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন চলতি মাসের ২ তারিখ হতে শুরু হয়ে ৯ মে শেষ হয়। ওই অধিবেশনে একটি বিল পাস হয়।

সারাবাংলা/এএইচএইচ/এনইউ

অধিবেশন টপ নিউজ বাজেট

বিজ্ঞাপন

জাতীয় পরিচয় নিবন্ধন আইন বাতিল
১৬ জানুয়ারি ২০২৫ ১৮:২৪

‘লিভিং রুম সেশান’র দ্বিতীয় সিজন
১৬ জানুয়ারি ২০২৫ ১৮:১২

আরো

সম্পর্কিত খবর