Sunday 14 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাড়া নিয়ে তর্ক, যাত্রীর ছুরিকাঘাতে ইজিবাইক চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মে ২০২৪ ২১:৪০

নরসিংদী: ভাড়া নিয়ে তর্কতর্কির জের ধরে যাত্রীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন ইউনুছ মিয়া (৩৭) নামে এক ইজিবাইক চালক। সোমবার (২০ মে) সন্ধ্যায় উপজেলার হাজীপুর এলাকার বৌবাজারে এই ঘটনা ঘটে।

নিহত ইউনুছ মিয়া রায়পুরা উপজেলার বটতলী এলাকার শফি উদ্দিনের ছেলে। তিনি শহরতলীর হাজীপুরের সাবেক চেয়ারম্যান মহালম মিয়ার বাড়িতে পরিবারসহ ভাড়া থাকেন। এ ছাড়া, শহরে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

নিহতের স্বজনরা জানায়, প্রতিদিনের মতো দুপুরের দিকে ইজিবাইক নিয়ে বের হয়ে যান ইউনুছ। সন্ধ্যায় খবর পান, তাকে কারা যেন ছুরিকাঘাতে হত্যা করেছে।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ জানান, ভাড়া নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে ইজিবাইকের চালককে ছুরিকাঘাতে হত্যা করেছে। হত্যাকারী যাত্রীকে আটক করে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে হত্যার বিস্তারিত কারণ বলা যাবে।

বিজ্ঞাপন

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

সারাবাংলা/পিটিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর